Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » কিভাবে একটি সাধারণ ফেসবুক এর প্রোফাইল ফ্রেম ডিজাইন করবেন। দেখেনিন কাজে আসতে পারে।

কিভাবে একটি সাধারণ ফেসবুক এর প্রোফাইল ফ্রেম ডিজাইন করবেন। দেখেনিন কাজে আসতে পারে।

“আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?
আমি আজ একটি ফেসবুক এর প্রোফাইল ফ্রেম এর সাধারণ ডিজাইন দেখাব। চলুন শুরু করি।

যা যা লাগবে


১. pc
২. adebo illustrator
৩. adebo Photoshop
আপনার পিসিতে যদি উপরের দুই সফটওয়্যার না থাকে তা হলে http://172.16.50.4 সার্ভার থেকে ডাউনলোড দিন।
ডাউনলোড সার্ভার স্পিড 10MB/s

Note: উপরের সার্ভার এ আপনি সাধারণ সিম এর ইন্টারনেট দিয়ে ডুকতে পারবেন না, এর জন্য ব্রডব্যান্ড বা wifi ব্যবহার করতে হবে।

কাজের প্রক্রিয়া


১. প্রথমে adebo illustrator. টি ওপেন করে,,,, ২০০০*২০০০ pixel এর একটি লেয়ার নিন।
নিচের মত

২. লেয়ার হয়ে গেলে টুলস বার থেকে নিচের মত আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী টুলস নিন। আমি বক্স টুলস নিয়েছি

৩. তার পর আপনার পছন্দ মত কালার নির্বাচন করে ,,, ডিজাইন সিকেক্ট করে পছন্দের কালার সিলেক্ট দিন।
নিচের মত

৪. আমার মত যদি আর একটি বক্স লাগে তাহলে, ctrl+alt+মাউস এর left bottom দরে রেখে কফি করতে পারেন। যদি কফি এর প্রয়োজন হয়।
৫. এবার টিক্স টুলস বার থেকে টিক্স টুলস সিলেক্ট করে নিজের বিষয় এর লিখে দিন। আমি স্কুল এর ফ্রেম বানাচ্ছি তাই স্কুল এর বিষয় নিয়ে লিখেছি। আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে লিখতে পারেন।

কোথায় লিখবেন সেই স্থানে টিক্স পয়েন্ট রেখে লিখবেন। টিক্স সিলেক্ট থাকা অবস্থায় মাউস এর left বাটন এ ক্লিক করে ফরন্ট, টিক্সট সাইজ চেঞ্জ করে নিতে পারেন।
৬. এবার সেভ দিন, সেভ দেওয়ার সময় অবশ্যয় .Ai করে সেভ দিবেন।

৭. এবার adebo photoshop এর কাজ। ফটোশপ ওপেন করেন। আপনার বানানো ফ্রেম ওপেন করুন।
নিচের মত ফলো করেন


৮. এবার png দিয়ে সেভ দিন।
নিচের মত

পিকচার সেভ হয়ে যাবে।
এর আগে আমি কিভাবে ফ্রেম আপলোড করতে হয় তা দেখিয়েছি। আপনার যদি আর আগ্রহ দেখান তা হলে ফ্রেম নিয়ে আর কিছু পোস্ট করতে পারি।

note: যারা বলে এমন টিউটোরিয়াল ভিডিও ছাড়া বুঝানো যায় না। তারা দেখে নিন চেষ্টা করলে ভিডিও টিউটোরিয়াল করে বুঝাতে হয়না। লিখেই বুঝানো যায়

কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুক
বা
আমার youtube channel এ ঘুরে আসতে পারেন youtube channel
ধন্যবাদ

6 years ago (Dec 24, 2017)

About Author (117)

Md. Omar Faruk
author

Never tell a lie Always respect other

Trickbd Official Telegram

48 responses to “কিভাবে একটি সাধারণ ফেসবুক এর প্রোফাইল ফ্রেম ডিজাইন করবেন। দেখেনিন কাজে আসতে পারে।”

  1. MD Mizan Author says:

    vai kom besi sobare Android phn so post korle….Android r diye korar cesta korben…

    • Umar Faruk Author Post Creator says:

      প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনরা PC দিয়ে ডিজাইন করে। আর ফেসবুক ও প্রফেশনাল ডিজাইন চায়। না হলে ফ্রেম রিজেক্ট হবে।

    • SK SHARIF Author says:

      এটা ভুল,, দক্ষ হাত থাকলে ফোনেও প্রফেশনাল করা যায়,,,,,যদিও কষ্টসাধ্য

    • Umar Faruk Author Post Creator says:

      এটা ঠিক। তবে ইউনিভার্সিটি রোলস এটা মানে না।
      আর চাকুরীর ক্ষেত্রে একেবারে না।

    • SK SHARIF Author says:

      হুম,,কিন্ত আপনি যেটা দেখালেন এটা ফোনে করতে ৫ মিনিটস লাগে

    • Umar Faruk Author Post Creator says:

      ৫ মিনিট কিন্তু আমারটা ৪০ মিনিট

    • SK SHARIF Author says:

      হ্যা তবে আপনি আরেকটু জটিল টা দেখালে বেটার হত

    • Umar Faruk Author Post Creator says:

      Try next time

    • Mr. JIZ Author says:

      ভাই আমার প্রোফাইল এ দেখেন, মোবাইল দিয়ে ফ্রেম বানিয়ে Use করেছি। রিজেক্ট হয়নি।
      http://facebook.com/jahidul.74

    • Umar Faruk Author Post Creator says:

      Tnq চেষ্টা করেন। আর ভাল কিছু উপহার দিতে পারবেন।

    • Umar Faruk Author Post Creator says:

      আমার প্রোফাইল ও দেখে আসতে পারেন।
      facebook.com/umar.faruk.bksp
      বা
      facebook.com/umar.bksp.faruk

  2. Liton Molla Contributor says:

    মাথায় ঢুকে নাহ !

  3. SK SHARIF Author says:

    Nice হুম ভালই হয়েছে,,, খারাপ না তবে এটা ফোনেও করা যায়,,,আর শেষের কথাটা ভাল লাগছে। ধন্যবাদ।

  4. SK SHARIF Author says:

    বললে তাও ফাকা হয়ে যাবে

  5. SK SHARIF Author says:

    বলা যাবে

  6. SK SHARIF Author says:

    :b: >< এগুলি দিন : এর জায়গায়

  7. MD Alamin hossen Contributor says:

    vai adobe illustrator ki Android diye download kora jabe?

Leave a Reply

Switch To Desktop Version