Site icon Trickbd.com

কোনো প্রকার অ্যাপস ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করুন। ২ মিনিটে দেখে নিন কাজে লাগবেই..

Unnamed

আসসালামু আলাইকুম

ট্রিকবিডি ভিজিটরস,সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।পোস্টের টাইটেল দেখেই বুঝতে পরেছেন পোস্টি কি বিষয় নিয়ে,আমরা ফেসবুকে সচারচর অনেক ভিডিওই দেখি কিন্তু ফেসবুকের ভিডিওগুলো সরাসরি ডাউনলোড করার অপশন না থাকায় ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না।এর জন্য আবার আলাদা ভাবে বিভিন্ন ডাউনলোডার অ্যাপস ইন্সটল করি।

এখন কোনো ফেসবুক ডাউনলোডার অ্যাপ ছাড়াই খুব সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য শুধুFacebook Lite হলেই হবে।

#প্রথমে আপনার Facebook Lite অ্যাপ দিয়ে আপনার ফেসবুকের নিজফিডে যান যেই ভিডিও ডাউনলোড করতে চান শুধু ভিডিওটা প্লে করুন আর কিছুক্ষন অপেক্ষা করুন যতক্ষন না পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ লোড নিচ্ছে নীল দাগ টা শেষ পর্যন্ত গেলেই বুঝবেন লোড হয়েছে।না বুঝলে স্কিনসট দেখুন..

#এবার আপনার File Manager অ্যাপ থেকে Android ফোল্ডার থেকে data ফোল্ডার তারপর com.facebook.com ফোল্ডারে যান..

Cache>Video ফোল্ডারে গিয়ে সর্বশেষ ফোল্ডার যেটা তৈরি হয়েছে সেটায় গিয়ে 00000000000 এইরকম একটা ফাইল পাবেন। ওইটাকে Rename করে শেষ . mp4 লাগিয়ে দেন।

ব্যাস এবার দেখুন ফেসবুকের ভিডিওটা…

 

(বিঃদ্র- আমি শুধু Facebook Lite দিয়ে কাজটা করতে পারেন অন্য Facebook অ্যাপ দিয়ে জানা নাই হবে কিনা)

 

পোস্টের ভিডিও দেখতে পারেন সমস্যা হলে