আশা করি ভালো আছেন, আমরা প্রায় প্রতিদিনই ফেসবুক ব্যাবহার করে থাকি,কিন্তু এর বড় একটা সমস্যা হলো টেগ, আপনার বন্ধুরা কোনো পোস্ট করলেই আপনাকে টেগ করে কিন্তু আপনি তাদের কিছু বলতে পারেন না, আবার অপরিচিত বন্ধু হলে আপনি তাকে ব্লক মারেন, তাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটা টিপস যাতে সাপও মরবে লাঠিও ভাঙ্গবে না,অথাৎ আপনার বন্ধুও থাকবে আবার টেগ ও করতে পারবে না

আসলে টেগ করতে পারবেনা বললে ভুল হবে, কারন আপনাকে টেগ করতে পারবে কিন্তু আপনার Timeline এ Show করবে না অথাৎ অন্য কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে শুধু আপনার পোষ্ট গুলোই দেখতে পাবে, এবং আপনি চাইলে আপনার প্রফাইলে গিয়ে টেগগুলো Approve বা Hide করতে পবেন,

যাইহোক অনেক বকবক করলাম এখন কাজের কথাই আসি,১ম এ setting তারপর Timeline& tagingতারপর এখানে যানতারপর এইটা On করে দিন তাহলে আপনার টাইলাইনে আর কেউ পোস্ট করতে পারবে না, পোস্ট করতে চাইলে আপনার অনুমতি লাগবে, তারপর Back দিয়ে এইখানে যান তারপর এইটাও ON করে দিন তাহলে আপনাকে আর কেউ টেগ করতে করে পোস্ট করতে পারবে না, যদি আপনি অনুমতি দেন তাহলেই পারবে নইলে পারবে না ,

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি পোষ্টটা নতুনদের উপকারে আসবে

কোনো সমস্যা হলে কমেন্ট করুন

12 thoughts on "এখন আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে Tag /Timeline এ পোষ্ট করতে পারবে না!!!! যারা জানেনা তাদের জন্য"

  1. . Contributor says:
    এইটা নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট আছে। বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখুন। আশা করি পরবর্তীতে সার্চ না দিয়ে পোস্ট করবেন না।
    1. Êdùçãté ßøy (Sōjîß) Contributor Post Creator says:
      নতুনদের উপকারে আসবে এবং পোষ্ট ডিলিট করার কোনো সিস্টেম নাই
  2. . Contributor says:
    https://trickbd.com/facebook-tricks/379963
    দেখুন পোস্ট করা আছে। এটা ডিলেট করুন?
  3. Saykat Contributor says:
    Bai tomar Facebook Id daw
    1. Êdùçãté ßøy (Sōjîß) Contributor Post Creator says:
      fb.com/sojibboss12
  4. Akash PK Author says:
    gd post.
    Jantam but mone silo na 😛
    1. Êdùçãté ßøy (Sōjîß) Contributor Post Creator says:
      hmmm,bolen
  5. Sad Boy2 Contributor says:
    Good post ???

Leave a Reply