Site icon Trickbd.com

৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করুন

Unnamed

হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন।আজকে আমরা দেখব কিভাবে আপনি ইচ্ছা করলে ৬০ দিনের আগেই ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন।এসম্পর্কে আপনারা গুগলে সার্চ করলে অনেক পোস্ট পাবেন কিন্তু বেশিরভাগ পোস্টই ভুয়া।

তো চলুন শুরু করা যাক….

প্রথমে আপনার ফেসবুকের একাউন্টের সেটিং অপশানে যান এবং generell এ ক্লিক করুন।এরপর name অপশানে যান

facebook>account setting>generell>name

এরপর আপনার স্কিনশর্টে learn more নামে একটি লিখা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন।ক্লিক করার পর একটু নিচে গেলে এরকম একটি পেজ পাবেন।

এবার এখান থেকে please let us know তে ক্লিক করুন।এরপর আপনারা এরকম একটা পেজ পাবেন।এখান থেকে পছন্দমত একটি নাম দিন।

এরপর এখান থেকে reason for change এ একটি সিলেক্ট করুন।এবং  your documents এ আপনার জন্ম নিবন্ধন কার্ড কিংবা nid কার্ডের ছবি তুলে আপলোড করে দিন।

২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে।আমি এইভাবে অনেকবার আমার নাম পরিবর্তন করেছি।এবং আপনার nid এর নামের সাথে ফেসবুকের নাম না মিললেও তারা আপনার নাম পরিবর্তন করে দিব

আমার ওয়েবসাইট

 www.nirbik.com ?

সবাই ভালো থাকুন।আর ট্রিকবিডির সাথে থাকুন।যেকোনো সমস্যা থাকলে মন্তব্য করুন।

Exit mobile version