Site icon Trickbd.com

[ New Trick ] ফেসবুক একাউন্ট Deactive করুন আপনার ইচ্ছা মত আবার যখন ইচ্ছা তখনি Active করুন ।

Unnamed

আসসালামু আলাইকুম ।

আজ আমি ট্রিক বিডির সাথে শেয়ার করতে যাচ্ছি একদম নতুন একটি ট্রিক । এই ট্রিক টা আগে কেউ করে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত । আসুন কাজের কথায় আসি । এই ট্রিক টির মাধ্যমে আপনি ১ থেকে ৭ দিন পর্যন্ত Deactive করতে পারবেন । আবার যখন ইচ্ছা তখনি এক্টিব করতে পারবেন ।

যেভাবে একাউন্ট ডিএক্টিব করবেনঃ

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে Log In করুন । তারপর ফেসবুক এর একদম নিচে আসুন । নিচের ছবি টি লক্ষ করুন ।

উপরের Settings And Privacy তে ক্লিক করুন । তারপর General এ ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি টি লক্ষ করুন ।

তারপর Manage Accounts এ ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি টি দেখুন ।

তারপর যে পেজ আসছে । ওখানে লেখা আছে Deactive এটাতে ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি টি দেখুন ।

যে পেজ টি আসছে ওই পেজে প্রথম বক্সে আপনার ফেসবুক এর পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি টি দেখুন ।

তারপর যে পেজ টি আসছে । সেই পেজ এ অনেক অপশন আছে । নিচের ছবি মত করে টিক দিন ।

লক্ষ করুন একটা বক্সে 1 Day লেখা আছে । ওখানে ক্লিক করলে 1-7 Day পর্যন্ত অপশন আসবে । আপনি যে কয়েকদিন করতে চান । সেই কয়েক দিন সিলেক্ট করুন । তারপর আর কিছু করতে হবে না । এবার নিচের দিকে আসুন । 2 টি অপশন আছে Deactive এবং Cancel । এবার Deactive লেখাতে ক্লিক করুন । নিচে ছবি দেওয়া হলো ।

ব্যাস কাজ শেষ দেখুন Log Out হয়ে গেছে

এবার শিখাব কিভাবে এক্টিব করবেনঃ

প্রথমে ফেসবুকে যান http://facebook.com তারপর Email Password দিয়ে Log In করুন । তাহলেই এক্টিব হয়ে যাবে ।

ভাই অনেক কষ্টে পোষ্টি লিখলাম । আর একটা কথা আমার JAVA ফোন তাই Screen Shot গুলো আপনার Android ফোনে একটু ঘোলা দেখাবে ।

আশা করি একটু হলে উপকৃত হলেন ।

খোদা হাফেজ

Exit mobile version