Site icon Trickbd.com

এক্সপ্লোর ফিড: বিচরণ করুন অদেখা ভুবনে

Unnamed

আসসালামুলাইকুম….

আশা করি সবাই ভালো আছেন…‌
আজকের টিপস অনেকে জানে আবার অনেকে জানে না তাদের জন্য এই টিপস টা..
এই‌ধরনের পোস্ট ট্রিকবিডিতে নাই আমার জামা মতে‌‌ তাই পোস্টটা করলাম…
****** ত শুরু করলাম মূল অংশ******
সাধারণত ফেসবুকে আপনার নিউজ ফিডে কী প্রদর্শিত হবে, সেটি আপনার উপরই নির্ভর করে। আপনার ফ্রেন্ড লিস্ট ও ফলোয়িং লিস্টে থাকা ইউজাররা যেসব স্ট্যাটাস, ছবি বা ভিডিও পোস্ট অথবা শেয়ার করেন, অথবা আপনার লাইক দেওয়া পেজ এবং গ্রুপগুলো থেকে যেসব পোস্ট দেওয়া হয়, ফেসবুক সেগুলোকেই আপনার সামনে হাজির করে।
কিন্তু এর বাইরেও ফেসবুকের একটি বিশাল জগত আছে। এমন অনেক জনপ্রিয় ফেসবুক ইউজার, পেজ বা গ্রুপ আছে, যাদের পোস্টগুলো হয়তো আপনার পছন্দের সাথে মিলে যায়, কিন্তু আপনি হয়তো সেগুলোর সন্ধানই জানেন না। এরকম কোনো একটি ছবি বা ভিডিও যদি ভাইরাল হয়, হাজার হাজার লাইক-কমেন্ট পেতে থাকে, তবুও আপনার পছন্দের লিস্টে না থাকলে অথবা আপনার কোনো ফ্রেন্ড সেগুলো লাইক, কমেন্ট বা শেয়ার না করলে আপনি সেই পোস্টগুলো সম্পর্কে কখনোই জানতে পারবেন না।

এক্সপ্লোর ফিড যেভাবে সিলেক্ট করবেন….
ফেসবুকের এক্সপ্লোর ফিড অপশনটির কাজই হচ্ছে, আপনার অজানা, কিন্তু আপনার রুচির সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম জনপ্রিয় স্ট্যাটাস, ছবি এবং ভিডিওগুলোকে আপনার সামনে হাজির করা। আপাতত এটি শুধুমাত্র ফেসবুকের মোবাইল অ্যাপ থেকেই ব্যবহার করা সম্ভব। ওয়েব ব্রাউজারের জন্য সুবিধাটি এখনও উন্মুক্ত করা হয়নি।
ফেসবুক অ্যাপের উপরের ডান কোনে অবস্থিত মেনুবারে ক্লিক করলেই Favorites সেকশনে Explore Feed অপশনটি দেখতে পাবেন। এর উপর ক্লিক করলেই আপনার সামনে উন্মোচিত হবে ফেসবুকের অদেখা ভুবনের এক নতুন দিগন্ত

আজ এই পযন্তই …
কেউ বাঝে কমেন্ট করবেন ‌না….
আল্লাহ হাফেজ

যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমি