কিভাবে Facebook পেজ নীল রঙ্গের টিক চিন্হ দিয়ে ভেরিফাই করবেন?
.
(এই কাজগুলা করার সময় সর্বদা Vpn/IP connected থাকতে হবে)।
.
১. প্রথমে ফোনের জন্য প্লে স্টোর
থেকে Hola/Super/Fly VPN ডাউনলোড দিন। পিসির জন্য যেকোন ভালো VPN বা Hola ও ব্যবহার করতে পারেন।
.
২. একটি ফেইসবুক আইডি দরকার। যেটা সম্পূর্ণ USA এর নাম এবং ঠিকানা দিয়ে করতে হবে। Hola VPN অথবা যেকোন ভালো VPN Connected রেখে আইডি বানাতে হবে। USA এর যেকোন নাম এবং ঠিকানা ব্যবহার করতে পারেন।
.
৩. আইডি খোলার পর পেজ বানাতে হবে। পেজ বানানোর জন্য Create a page এ যাবেন। Local Business category তে যেকোন নামে পেজ করবেন এবং অব্যশই পেজের Address হিসাবে USA এর ঠিকানা ব্যবহার করবেন। ভুল ঠিকানা না দিয়ে সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে গুগল থেকে ঠিকানা নিতে পারেন।
.
৪. পেজ করার পর পেজের Profile & cover সেট করে কয়েকটা পোষ্ট করে রাখবেন ইংরেজি টাইপের।
.
৫. আইডিতে মাঝে মাঝে লগইন করবের এবং অব্যশই Vpn/ip connected রেখে।
.
৬. ভুলেও USA Vpn/ip ছাড়া লগইন করবেন না।
.
৭. পেজ করার ১ সপ্তাহের মধ্যে পেজের setting এ গিয়ে Verified Your Page নামে অপশন পাবেন যদি আপনি উপরের সব নিয়ম মেনে করে থাকেন।
.
.
৮. Verified এর জন্য ২ ধরণের পথঃ
.
* যেই দেশের ঠিকানা পেজে ব্যবহার করেছেন সেই দেশের ফোন নম্বর (Business Number হতে হবে) আর নম্বরটি পেজের Info তে সেট করে রাখবেন।
.
* Documents ( কি ধরণের Documents লাগবে না Verified with ocuments এ ক্লিক করলে দেখতে পারবেন।) সেইগুলার মধ্যে যেকোন একটা বানিয়ে নিবেন। অব্যশই সেই দেশের কাগজ লাগবে। কাগজ Edit করে নিতে পারেন। এখন Edited করা কাগজ গ্রহণ হবে কি না সিওর বলতে পারছি না।
.
৯. এখন যদি আপনার ফোন নম্বর থাকে তাহলে ফোন নম্বরটি প্রথম ঘরে দিবেন। দ্বিতীয় ঘর খালি রেখে দিন। তারপর দেশ
select করে Call now এ ক্লিক করুন।
১০. আপনার নম্বর সঠিক Business নম্বর হলে কল আসবে এবং আপনাকে কোড বলে দিবে। সঠিকভাবে কোড বসিয়ে দিলে আপনার পেজ verified হয়ে যাবে।
.
১১. Documents হিসাবে
Verified with documents এ গিয়ে Documents attachment করে দিন। আপনার পেজ রিভিওতে যাবে আর রিভিওতে গেলে পেজ verified নিশ্চিত।
.
.
Note:
.
★ কখনো Vpn/ip ছাড়া আইডি লগইন করবেন না।
.
.
★ verified হবার পর ভুলেই নাম, ঠিকানা, Category বদলাতে যাবেন না। (কোথায় নম্বর পাবেন, কিভাবে পাবেন, কাগজ কিভাবে বানাবেন, কোথায় পাবেন সেইগুলা আমি বলতে পারবো না। পরিচিত দেশের বাহিরে থাকলে তার নম্বর ব্যবহার করতে পারেন।)
.
★ US এর যেকোন দেশের নম্বর দিয়ে হবে তবে business নম্বর।
.
এমন কিছু Document গুগোল এ পাবেন যা দ্বারা ভেরিফাই
করতে পারবেন।