♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?আজকে আপনাদের সামনে দারুন একটি ফেসবুক ট্রিক্স নিয়ে হাজির হলাম।সেটা হলো কিভাবে প্রোফাইল পিক এ গার্ড দিবেন।
ফেসবুকে আমার প্রোফাইলে অনেক এ দেখে বলতেছে ভাইয়া এটা কিভাবে দিলেন প্লিজ বলেন।প্রায় ১২-১৫ জনের মত তাই এটা নিয়ে লেখতে বসলাম,কিভাবে গার্ড দিবেন।
?তো অনেক কথা বললাম এবার কাজে আসা যাক।কিভাবে প্রোফাইল পিক এ গার্ড দিবেন।নিচের স্কিন সর্ট ফলো করুন।
?প্রথমে আপনি আপনার ফোনের liteবা ফোন ফেসবুক ওপেন করুন।
?তারপর আপনার প্রফাইলে যান।গিয়ে নতুন পিক আপলোড দেয়ার জন্য ক্লিক করুন।নিচের মত করে
?নতুন পিক এর জন্য ক্লিক করলে নিচের মত ওপশন আসবে।সেখানে Turn on profile photo guard এ ক্লিক করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে Nextএ ক্লিক করুন।
?ওপরে তিনটা অপশন দেখা যাচ্ছে সেগুলোর কাজ হলো।বা প্রোফাইল পিক এর কাজ হলোঃ
?অন্য কেউ আপনার প্রোফাইল পিক ডাউনলোড বা শেয়ার করতে পারবে না।কারও কারও প্রোফাইলে screen sort ও নেয়া যায় না।
?কেবলমাত্র আপনি এবং আপনার ফেসবুক বন্ধুরা আপনার প্রোফাইল পিক ট্যাগ দিতে পারেন।
?Seield সংকেত যে অন্য লোকদের আপনার প্রোফাইল পিক সম্মান করা উচিত।
?তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনাকে choose photo তে ক্লিক করতে হবে।তাপর আপনার পছন্দের মত একটা প্রোফাইল পিক সিলেক্ট করে দিন।
?তারপর নিচের মত পেজ আসবে সেখানে save ক্লিক করে save করুন।
?বি:দ্রঃকাজ শেষ কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ