Site icon Trickbd.com

নতুন করে আবার চালু হলো ফেসবুক অটো-লাইক। ScreenShot সহ দেখুন সবাই নিতে পারবেন।

সবাই আশা করি ভালো আছেন।আপনারা হয়তো জানেন কিছু দিন আগে অটো-লাইক বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার নিয়ে এসেছি আপনাদের জন্য অটো-লাইক। আমার এই পোস্টটি পড়লে যে কেউ অটো-লাইক নিতে পারবেন।

চলুন শুরু করি

১ম ধাপ (১) অটোলাইক নেয়ার জন্য আপনার বয়স ১৮ এর উপরে হতে হবে। আপনার বয়স ১৮ এর নিচে হলে

এই লিঙ্কে গিয়ে ফেসবুকে আপনার বয়স বারিয়ে নিন।

(২) এর পর আপনি ফেসবুক ফলোয়ার সেটিং অন করেন। ফলোয়ার সেটিং অন করতে  এই লিঙ্কে” যান।

তারপর সবগুলোতে ক্লিক করে “Public” করে দিন।

(৩) ফেসবুক হোম পেজ এ যান share with  অবশ্যই “public” করে দিতে হবে।

আমাদের ১ম ধাপ শেষ।

এবার ২য় ধাপ:

প্রথমে  Fb.StopBD.Com তে যান। এরকম পেজ দেখতে পাবেন।

তার পর লাল দাগ চিহ্নিত জায়গায় ক্লিক করুন।  এ রকম পেজ দেখতে পাবেন

ok এর মধ্যে ক্লিক করুন।যতবার ok আসবে ততোবার ok এর মধ্যে ক্লিক করুন।

তারপর এ রককম পেজ আসবে।

এরপর আবার back এ যান।আবার

“এখানে” এর মধ্যে ক্লিক করুন।আবার এরকম পেজ আসবে।

তারপর এড্রেস বার এর লিংক টা কপি করুন।তারপর নিচের বক্সে পেস্ট করুন।

এরপর “Login” এর মধ্যে ক্লিক করুন।

এরপর status এ লাইক নিলে Status এ ক্লিক করুন।এরপর এরকম পেজ আসবে।

এবার “Submit” এ ক্লিক করুন।লোড নিতে একটু সময় নিবে অপক্ষা করুন। কাজ শেষ।এবার আপনার প্রোপাইলে গিয়ে দেখুন কতো লাইক।এরপর পতি ১৫ মিনিট পরপর লাইক নিন।

কোনকিছু বুঝতে সমুস্যা হলে ফেসবুকে মেসেজ দিন।

Exit mobile version