Site icon Trickbd.com

ফেসবুকে আপনার প্রোফাইল seo করুন search করলে সবার আগে আসবে(Facebook Username)

Unnamed


স্কিনসটের অপশনটা আপনারা ফেসবুক ব্যবহারকারীরা সবাই হয়তো দেখেছেন। এই অপশনটা সবারই ফেসবুক প্রোফাইল About গেলে দেখা যায়। অনেক হয়তো জানেন এইটা ফেসবুক ব্যবহারকারীর username আর যারা জানেন না তারা যানে নিন।
তো আপনার ফেসবুক usename দিয়ে কি কি করা যায়?

প্রথমত

এটা দিয়ে ফেসবুকে search করলে আপনার ফেসবুক প্রোফাইলটি unique আসবে মানে শুধু আপনার ফেসবুক আইডিটি সবার আগে আসবে।একইভাবে আপনার ফ্রেন্ডের username দিয়ে search করলেও আপনার ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইলটা সবার আগে আসবে।তো এখন থেকে কেউ যদি আপনার ফেসবুক আইডি চায় তাহলে শুধু ফেসবুকে Usernameটা দিন আপনায় খুজে পেতে সহজ হবে

দ্বিতীয়ত

ফেসবুক username দিয়ে আপনি আপনার ফেসবুকে login করতে পারবেন। এক্ষেএে আপনার email/phone number এর স্থানে username দিবেন আর নিচে পাসওয়ার্ড দিয়ে সরাসরি ফেসবুকে login করতে পারবেন।

#আপনি চাইলে এই ফেসবুক usrname টা পরিবর্তনও করতে পারবেন এর জন্য Facebook Messanger সবচেয়ে ভালো প্রন্থা। যাস্ট Messenger ওপেন করে প্রোফাইল গিয়ে usename এ ক্লিক করে username টা চেঞ্জ করে নিতে পারবেন।

আশা করি যারা এই বিষয়টি জানেন না তারা বুঝতে পারেছেন।আর না বুঝলে কমেন্ট করুন..
আর যারা জানেন তাদের কমেন্ট করার প্রয়োজন নাই বলে আমি মনে কি 🙂
ট্রিকবিডি সাম্প্রতিক সময়ে মোবাইল দিয়ে ব্রাউজিং করতে অনেকটা সমস্যা হচ্ছে খুবই স্লো কাজ করে moderate ভাইরা বিষয়টি প্লিজ দেখবেন
ফেসবুকে আমি-www.facebook/mizan015
যারা কমেন্টে বলছেন বিষটি seo না তারা googleএ আমার username সার্চ করলেই বুঝতে পারবেন

ভিডিও দেখতে পারেন