Site icon Trickbd.com

ফেসবুকের USB Key ফিচার

আসসালামু আলাইকুম…
সবাই কেমন আছেন….

আশা করি ভালো আছেন,আমিও
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকের পোষ্টের বিষয়ঃ

ফেসবুকের USB Key ফিচার।

তথ্যপ্রযুক্তির এই যুগে সবাই ই চায় নিজেকে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে সেফ রাখতে,
বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর অন্যতম হলো ফেসবুক,এই ফেসবুকে আমরা হ্যাকার,ফিশারদের জ্বালায় অতিষ্ঠ, তেমনি ফেসবুক কর্তৃপক্ষ তারচেয়েও বেশী আমাদের নিরাপত্তা নিয়ে সচেষ্ট!
এরই ধরাবাহিকতায় ফেসবুকে এমন একটি ফিচার আছে যেটা ফিশিং প্রতিরোধক ও বটে!

ফিচারটির নাম হলে ইউএসবি কি ( USB key)
ফিচারটি হয়তোবা অনেকে দেখেছেন হয়তোবা বুঝেননি পুরো ব্যপারটা,কিংবা ব্যবহার ও করছেন গুটি কয়েকজন।
সবার সুবিধার্থে এবং ফেসবুক নিরাপত্তা রক্ষার্থে বিস্তারিত বলা হলো।
এই নিরাপত্তা ব্যবস্থা চালু করলে নতুন কোনো কম্পিউটার থেকে আপনার ফেসবুক একাউন্টে লগিন করার সময় পাসওয়ার্ড দেয়ার পর ছোট্ট একটি ইউএসবি ডিভাইস পিসির ইউএসবি পোর্টে প্রবেশ করাতে হবে। অন্যথায় একাউন্টে লগইন করা যাবেনা।

বিষয়টি কি একটু জটিল লাগছে? আরও সহজ করে দিচ্ছি। “ইউএসবি কি (USB Key)” হচ্ছে পেনড্রাইভের মত ছোট্ট একটি যন্ত্র। এই নিরাপত্তা ফিচারটি চালু করার জন্য প্রথমে বিশেষ ধরনের একটি ইউএসবি ডিভাইস দরকার হবে। আজকাল বিভিন্ন কোম্পানি এরকম ইউএসবি চাবি তৈরি করছে। এগুলো দেখতে পেনড্রাইভের মত। আপনার ফেসবুক একাউন্টে ইউএসবি কি সিকিউরিটি পদ্ধতি চালু করতে প্রথমেই নতুন একটি ইউএসবি চাবি কিনতে হবে। এরপর সেই ইউএসবি চাবিটি কম্পিউটারে পেনড্রাইভের মত সংযুক্ত করতে হবে। এবার ফেসবুকের সেটিংস পেজে গিয়ে ইউএসবি চাবিটি ফেসবুক একাউন্টের সাথে রেজিস্টার করে নিতে হবে।

এরপর যখনই নতুন কোনো কম্পিউটার থেকে আপনি ফেসবুক একাউন্টে লগইন করতে যাবেন, তখন ইউজারনেম-পাসওয়ার্ড দেয়ার পর এই ইউএসবি কি সেই নতুন কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত করতে হবে। তখন ফেসবুক সার্ভার বুঝে নেবে যে সত্যি সত্যিই ফেসবুক একাউন্টটির প্রকৃত মালিক একাউন্টে লগইন করছেন।

যেহেতু মোবাইল ডিভাইসে ইউএসবি পোর্ট থাকেনা, তাই ইউএসবি কি পদ্ধতি চালু করলেও আপনাকে মোবাইলে এসএমএস বা অ্যাপে কোড জেনারেটর পদ্ধতি ব্যবহার করতেই হবে। তাছাড়া কম্পিউটারে এই মুহূর্তে শুধুমাত্র লেটেস্ট ভার্সনের গুগল ক্রোম ও অপেরা ব্রাউজার ফেসবুকের এই ইউএসবি কি পদ্ধতি সাপোর্ট করে। সুতরাং মোবাইল ভেরিফিকেশন এরপরেও কাজে লাগবে।

তাপরও যখন মোবাইলে এসএমএস আসতে দেরি করবে কিংবা ফেসবুক অ্যাপ না থাকার কারণে কোড জেনারেটর ব্যবহার করা যাবেনা, তখন ইউএসবি কি হতে পারে দ্রুত সমাধান। গুগল, ড্রপবক্স সহ বেশ কিছু কোম্পানি ইতোমধ্যেই এই নিরাপত্তা পদ্ধতি চালু করেছে।

Courtesy : (সাইবার ৭১)

পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে
সেটা জানান । কোনো সমস্যা হলে কমেন্ট করুন।
পরবর্তী পোষ্ট পেতে আমার এবং ট্রিকবিডির সাথে

থাকুন।
[][][] ধন্যবাদ [][][]