Site icon Trickbd.com

ফেইসবুক ফেইস লক আইডি ২৪ঘন্টায় আনলক করুন(ট্রিক টা এখন বন্ধ)

Unnamed

এই ট্রিক এখন কাজ করে না


ফেইসবুক আইডি এখন সবচেয়ে বেশি ফেইস লক এ পরে।

এই লক এ ফেইসবুক আপনার ছবি চায়
কিন্তু ছবি দিলে বেশির ভাগ সময় আইডি ইনরিভিউ তে বা পার্মানেন্ট ডিজেবল হয়ে যায়।
যেগুলা ইনরিভিউ তে সেই আইডির আশা ছেড়ে দিন

আর যাদের টা পার্মানেন্ট ডিজেবল তা ব্যাক আনার ট্রিক টা এই পোস্ট এ ভালো রিস্পন্স পেলে পরে শেয়ার করবো। এখন শিখাবো কিভাবে ফেইসলক এ থাকা আইডি ব্যাক আনবেন
তো কাজ শুরু করা যাক!
সহজ ভাষায় – লক এ থাকা আইডি তে লগইন দিয়ে ছবি দেওয়ার জায়গায়(Choose File)তে এমন একটা ছবি দিতে হবে যার সাইজ ৪এমবি+ (ছবিটা মানুষের হতে হবে)
যাদের DSLR এর ছবি আছে তারা ছবি সাইজ দেখে মানে ৪এমবি+ এর একটা ছবি সিলেক্ট করে সাবমিট দিয়ে শেষের লেখা টুকু পড়ুন।

আর যাদের DSLR এর ছবি নাই তারা কিভাব নিজের ছবির সাইজ বাড়াবেন তা শিখাবো।

যা যা লাগবেঃ


১ আপনার ক্লিয়ার একটা ছবি
২ Photo Editor.apk
প্লে স্টোর লিংক – Photo editor

অ্যাপ দিয়ে কিভাবে সাইজ বাড়াবেন স্ক্রিনশট দেখে স্টেপ বাই স্টেপ করুন।

ফটো এডিটর অ্যাপ টি ওপেন করুন

ফটোস এ ক্লিক করুন

আপনার ছবি সিলেক্ট করুন

স্লাইড করে ‘resize’ এ ক্লিক করুন

এবার ৩টা ডট(…) এ ক্লিক করুন
তারপর 2880 x 5120 এ চাপ দিন

এপ্লাই(✓) করুন

গ্যালারী তে সেভ করুন

এবার লকেড আইডি তে লগইন দিয়ে

‘Choose File’ এ আপনার ৪+এমবির পিক টা দিয়ে কন্টিনিউ দিবেন।
যদি আপলোড না হয় তাহলে ‘chrome’ ব্রাউজার দিয়ে desktop মোড অন করে www.facebook.com এ যাবেন।

তারপর লকেড আইডি তে লগইন দিয়ে সাবমিট দিবেন

এবার হলো সবচেয়ে কষ্টের কাজ! অপেক্ষা করা।

ছবি দিয়ে কন্টিনিউ দেওয়ার পর আইডি ঠিক হতে পারে তার সাথে সাথেই!
আর না হয় সবচেয়ে বেশি ৩দিন টাইম লাগবে। আই রিপিট ৩দিন সময় লাগবে -_-
এর বেশি লাগবে না
৩দিনে আইডি ঠিক হয়ে যাবে।
আর কমেন্ট করার আগে ভালো ভাবে পড়ে নিবেন।
সাথে সাথে না আসলে ৩দিন সময় লাগবে।
আর ৩দিন পর একটা থ্যাংকস দিয়ে যাইয়েন।