সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন।ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা।আজ আমি আপনাদের সাথে একটি সিম্পল ফেসবুক ট্রিকস শেয়ার করব।শুরুতে বলে নিচ্ছি ট্রিকটি টি একদম বেসিক লেভেলের অর্থাত নতুনদের জন্য অনেকেই মনে হয় জানেন এটা। যাইহোক ট্রিকটা হচ্ছে মনে করেন আপনার বন্ধুর অথবা আপনার নিজের কোন ছবি আপনি ভুলে মুছে দিয়েছেন সেটি আপনি ইচ্ছে করলেই একটু ট্রিকস করলেই খুজে পেতে পারবেন। কারন ছবিগুলো ফেসবুক সার্ভার থেকে নিয়ে আসা যায়। মানে দেখতে ও পিসিতে চাইলে সেভ ও করে রাখতে পারবেন আপনি।চলুন শুরু করি….
- প্রথমে পরীক্ষা করার জন্য আপনার যে কোন একটি ছবি রাইট ক্লিক করে New Tab এ ওপেন করুন।
- এখন ছবিটির লিংক মানে এড্রেসবারে যে লিংক আছে সেটি নোট করে রাখুন।
- এবার ছবিটির উপরে রাইট ক্লিক করে Copy Image URL এ ক্লিক করে পেস্ট করুন Notepad এ (এই লিংক টি পরে আমরা ব্যবহার করব।)
- এবার ছবিটি মুছে দিন নির্ভয়ে।
- এবার প্রথম লিংক মানে ২ নং পয়েন্টে যে বলেছিলাম ইউআরএল বা লিংক টি মনে রাখতে address বারে পেস্ট করলে দেখতে পারবেন একটি এরর দিচ্ছি। This Content is Currently Unavailable.নিচের মত
- এবার মজা বা যাদু দেখুন ৩নং পয়েন্টে যে আমি বলেছিলাম লিংক টি সেভ করে রাখতে সেটি লিখে দেখুন এড্রেস বারে আপনার মুছে ফেলা ছবিটি আপনি দেখতে পারবেন।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। এরকম আরো নিত্যনতুন টিপস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।Θ
প্রশ্ন করে এবং উত্তর জানতে ভিজিট করতে পারেন www.nirbik.com