♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।বেশ কিছুদিন পর লেখতে বসলাম তো এই পোস্টটা হলো কিভাবে ফেসবুক প্রোফাইল গার্ড দিয়ে প্রোফাইল পিককে সুরক্ষা রাখতে পারবেন।আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি মূলত অফিসিয়াল না।আমার জানামতে তবুও আপনারা ট্রাই করে দেখতে পারেন।এটা মূলত রিয়াল না এটা কারও তৈরি ফেসবুক ফ্রেম তবে এটি করে রাখতে পারেন একদম আসলটার মত দেখাবে।প্রোফাইলে পিকে একটা সুন্দর্য দেখাবে।আমি শিউর না আপনারা দেখুন রিয়াল হলেতো ভালোই না হলে এটি করে রাখতে পারেন।এটা সবার প্রোফাইলে হবে এই ফেক গার্ডটি।
?তো রিয়াল অফিশিয়াল প্রোফাইল গার্ডটি দিতে চাইলে নিচের আমার আগের পোস্টের লিংক দেয়া আছে পড়ে নিন।
আগের পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন
?বি:দ্রঃএই অফিসিয়াল গার্ড টা সবার আইডিতে হয় না।তাই যার এভাবে হবে না তারা যেকোন ভিপিএন কানেক্ট করে দেশ India দিয়ে তারপর ট্রাই করুন হতে পারে।এবার আসুন আজকের যে ফেক গার্ডটি দিবেন যে ভাবে।
?প্রথমে ফেসবুকে যান তারপর নিচের লিংকে প্রবেশ করুন বা ফেসবুকে ছোটবেলার সেই দিনগুলো নামে সার্চ করুন।তারপর নিচের ছোট বাচ্ছাটার পিক দেয়া আছে ওই আইডিটাতে প্রবেশ করুন।
?তারপর তার প্রোফাইলে প্রবেশ করুন সেই আইডিটাতে টেমলাইনের প্রথমেই প্রোফাইল পিক আপলোড করা আছে সোখানে Try it এ ক্লিক করুন।
?তারপর নিচের মত পেজ আসবে এবং তিনটা ওপশন আসবে সেখানে Use as profile picture এ ক্লিক করুন।
?তারপর দেখুন হয়ে গেছে আপনার প্রোফাইল পিকচার গার্ড।
?বি:দ্রঃআমার জানামতে এটা অফিশিয়াল না দেখলেনেই তো এটা ফেসবুক ফ্রেম থেকে নেওয়া হলো।তত আপাতত অনেক কাজে লাগবে এই ট্রিক্সটি আশা করি।কোন জায়গায় না বুঝলে কমেন্ট করুন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ