Site icon Trickbd.com

[Simple Ticks] এবার এক ক্লিকে যেকোন ফেসবুক একাউন্ট চিরতরে মুছে ফেলুন। ( বিস্তারিত দেখুন ভিতরে)

Unnamed

আসসালামু আলাইকুম

এবং হিন্দু ভাইদের আদাব।

কেমন আছেন সবাই?

আশা করি ভাল আছেন।

কারন ট্রিকবিডির সাথে থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র ও টেকনিক্যাল বিষয়ক সব জ্ঞান সমন্ধে যানা যায়।

এবার কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ

আমরা কমবেশি সবাই ফেসবুক ব্যাবহার করি।

অনেক সময় দেখা যায় আমরা আই ডি অমনি রেখে দেই।
এবং চালাই না।

এতে অনেক সমস্যা হয়।

কারন! হ্যাকারের অভাব নেই।

তাই আজ দেখাব কিভাবে ফেসবুক একাউন্ট একবারে মুছে ফেলবেন।

অনেকে হয়ত জানে না।

একটা কথা বলেরাখি।

কেউ বাজে কমেন্ট করবেন না।

আমার জানা মতে এ বিষয় নিয়ে আগে কোনো পোস্ট হয় নাই।
হলেও ক্ষমার দৃস্টিতে দেখবেন।

প্রথমে এই লিংক এ যান✈ Facebook account delete

তার পর নিচের স্কিনসট অনুযায়ী কাজ করুন

তার পর এরকম আসবে

এখানে পাসওয়ার্ড দিন
তার পর সাবমিট দিন।

দেখুন আই ডি মুছে ফেলার রিকুয়েস্ট চলে গেছে।

( বিঃদ্রঃ ১৪ দিন সময় লাগবে। ১৪ দিনের আগে আবার ফিরে আনতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।