Site icon Trickbd.com

সহজেই নিজের ফেসবুক প্রোফাইল পিকচারে গার্ড অন করুন

Unnamed

অপেক্ষার পালা শেষ। অতি সহজে আপনার ফেসবুক প্রফাইলে অন করুন গার্ড।

আসসালামুয়ালাইকুম। সবাই আশাকরি পরম করুণাময় এর দয়াতে খুব ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রফাইল এ গার্ড অন করবেন।আমরা সবাই জানি এটি ফেসবুকের একটি নতুন ফিচার। যা সবাই পায় না। তবে একসময় ধিরে ধিরে সবাই পাবেন। তবে ট্রিক টি ব্যাবহার করে আপনি আপনার প্রফাইলে এখন ই গার্ড অন করতে পারেন। তো চলুন শুরু করা যাক।

যা যা লাগবেঃ

১।একটি গার্ড বিহীন ফেসবুক একাউন্ট।
২।একটি এন্ড্রয়েড ফোন।
৩।ফেসবুক লাইট/ফেসবুক মেইন এপ।
৪।কিছুটা মেধা বুদ্ধি ধৈর্য ও কাজের ইচ্ছা।

কাজের ধারাঃ

১।প্রথমে ফেসবুক / ফেসবুক লাইটে প্রবেশ করুন।


২।এডিট প্রফাইল এ যান।

৩।এবার আপনার জেন্ডার চেঞ্জ করুন।Male থাকলে Female আর Female থাকলে Male.করে দিন।


৪।এবার সেভ করে বেরিয়ে আসুন।

৫।এবার এপ থেকে বেড়িয়ে আসুন।
৬।১০-১৫ মিনিট পর এপ এ প্রবেশ করুন।
৭।এবার প্রফাইল এ যান।
৮।এবার প্রফাইল থেকে প্রফাইল পিকচারে ট্যাপ করুন।

৯।Turn on Profile Picture Gurd এ ট্যাপ করুন।
১০।ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে গার্ড অন করুন।


১১।এবার আবার আপনার জেন্ডার চেঞ্জ করে নিন।

★কংগ্রাচুলেশনস আপনি সাক্সেসফুলি আপনার প্রফাইল এ গার্ড অন করতে সক্ষম হয়েছেন★

ক্রেডিটঃ

★Tech Master’s BD
★Fozlay Azim

★Masud Sikandari

ধন্যবাদ আজ এ পর্যন্তই।

যোগাযোগ এর দরকারেঃ

ফেসবুকে আমি

টেক রিলেটেড যেকোনো সমস্যার সমাধান পেতেঃ

জয়েন করুন আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ

Exit mobile version