বর্তমান সোশাল মিডিয়ার Facebook এর জনপ্রিয়তার কোন কমতি নেই। Facebook ব্যবহার করে না এমন মানুষ Google এ খুজে পাওয়া দুস্কর। কিন্তু প্রায় অনেক রকম ভোগান্তিতে পড়ি যখন চোখের অগোচরেই অন্য কেউ আপনার একাউন্টের নজরদারি করে।
1? Facebook Hack হল কিনা ?
2? কেউ Sms | Inbox নজরদারি করছে কিনা?
3? Facebook থেকে Contact চুরি হচ্ছে কিনা?
এসব চিন্তা তো সারাক্ষন ঘোরপাক খাচ্ছে আপনার মাথার মধ্যে।
হ্যা, আজ তিনটি ভিন্ন উপায়ে আমরা এর সমাধান নেব। নিচের নিয়ম গুলো অনুসরন করি।
প্রথমে নিচের লিংকে প্রবেশ করি।
এখানে ক্লিক করি
#Notification Alert System
Notificaton Edit করে On করে দেই।
Get Notification দিয়ে Save করে দিই।
এখন কেউ Facebook Account Login করলে নিচের Ss এর মতো দেখাবে।
এই নোটিফিকেশনে ক্লিক করলে Login Status | User IP দেখতে পারবেন এবং Account Protect করতে পারবেন।
#Messenger Inbox Alert
Messenger Edit করি।
Get Notification On করে Save দিয়ে দেই।
এখন আপনার একাউন্ট কেউ Login করলে Inbox এ Messege চলে আসবে। মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। নিচের Ss এর মতো।
#Email Alert System
তাহলে আপনি Email এর মাধ্যমেও Facebook একাউন্টের নিরাপত্তা দিতে পারবেন।
এখন যদি কোন ব্যক্তি আপনার Facebook Account Login করে তাহলে আপনি তিনটি উপায়ে Notification | Messenger Inbox | Email এর মাধ্যমে তাৎক্ষনিক ভাবে জানতে পারবেন।
যদি পোস্ট এর মাধ্যমে উপকৃত হয়ে থাকুন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং সব সময় নতুন কিছু শিখতে TrickBD এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে….!!!