বিস্মমিল্লাহীর রহমানির রাহিম
আজ অনেক দিন পর ট্রিকবিডি তে লিখতে বসলাম। এবার থেকে আশা করি নিয়মিত লিখতে পারবো।
আজকের পোস্ট এ দেখাব কীভাবে ফেসবুক কে সিক্রেট লকার হিসেবে ব্যবহার করা যায়।
আপনার অনেকেই আছেন যারা গুগল ড্রাইভ কিংবা ভিবিন্ন সাইট এ নিজেদের গোপনীয় তথ্য আপ্লোড করে রাখেন ।
ঠিক একি ভাবে ফেসবুক কেউ গোপনীয় ফাইল ম্যানাজার হিসেবে ব্যবহার করতে পারবেন।
এতে আপনার আপ্লোড করা ভিডিও কিংবা কোন ছবি বা কোন গুরত্ত পূর্ন লিখা আপ্লোড দিতে পারবেন যা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেনা।
এবং পরবর্তী তে আপনি যে কোন জায়গা থেকে আপনার একাউন্ট এ লগ ইন করে তা দেখতে পারবেন।
এজন্য প্রথমে ফেসবুক এ গিয়ে একটি ছবি আপলোড করুন।
এবং প্রাইভেচি টা অনলি মি করে দিন ।
নিচের মত।
এরপর পোস্ট পাব্লিশ করে দিন।
এবার দেখুন ছবি তে লক দেখা যাচ্ছে।
আশা করি বুঝে গেছেন বেপারটা ।
আর যদি ও না বুঝেন তাহলে কমেন্ট বক্স তো আছেই ।
এই ধরনেই মজার টিপস পেতে ভিজিট করুন AH Tech BD
এখন থেকে ফেসবুক কে আপনার সিক্রেট লকার হিসেবে ব্যবহার করুন আর পৃথিবীর যেকোন প্রান্ত থেকে তা দেখুন।
