Site icon Trickbd.com

[Hot post]এবার অ্যানড্রয়েডে চালান ফ্রী ফেসবুক J2me Loader দিয়ে।সাথে ব্রাউজিং তো থাকছেই।সব সিমেই চলবে।না দেখলে পুরাই মিস।

Unnamed

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে এলাম চমৎকার একটি টিউন।আশা করি মনোযোগ সহকারে পড়বেন।
মাএ দুই দিন আগে পোস্ট করেছিলাম জাভা ফোনো কিভাবে ফেসবুক। ফ্রী চালাতে হয়।তো যারা পোস্ট টা মিস করেছেন তারা আমার প্রোফাইল থেকে দেখে নিন।
পোস্টটা করার সময় অনেকে বলল ভাইয়া j2me loader apk দিয়ে কি হবে।কিন্তু অনেক চেস্টা করলাম কিন্তু facebook.jar দিয়ে অ্যান্ড্রয়েডের জন্য ফ্রী তে ফেসবুক চালানো বের করতে পারলাম।কিন্তু চেস্টা অবিরত রেখেছিলাম।
একটা কথা ইচ্ছা থাকিলে উপায় হয়।একটা কথা মনে এলো যেকোন ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা।ব্যাস!কাজ খতম।দেখি চলছে।তাহলে তো শেয়ার করতেই হয়।

এজন্য আপনাদের প্রয়োজন দুটি ফাইল।
১.J2me Loader apk ও ২.opera mini.jar ফাইল।নিচ থেকে অ্যাপ দুটি ডাউনলোড করে নিন।

1.J2me loader apk

সাইজঃ 1.91MB

ডাউনলোড লিঙ্ক(Google Drive):

2.opera mini.jar

সাইজঃ327 KB

ডাউনলোড লিঙ্ক(Google Drive):

তো এবার j2me loader install দিন এবং opera mini.jar একটি নিদিষ্ট ফোল্ডারে রাখুন।এবার নিচের দেখানো স্কিনসর্ট দেখে কাজ করুন।অনেক স্কিনসর্ট আছে তাই সম্পূর্ণ লোডিং নেওয়ার পর কাজটি করবেন।না হলে বুঝতে পারবেন না

সবাই স্কিনসর্ট ফলো করুন

যে ফোল্ডারে opere mini.jar ফাইল রেখেছেন সেখানে গিয়ে সিলেক্ট করুন।আমি Download ফোল্ডারে রাখছি তাই ডাউনলোড এ ক্লিক করলাম।




আমার ফোনের Display 4.70 inch।তাই ২৪০*৪০০ দিলাম।ফোন বড় হলে ২৪০*৪২০-৪৩০ দিবেন।

এবার খানিকটা নিচের দিকে যান। show keyboard এ টিক দেওয়া আছে।টিকটা উঠিয়ে দিন।না হলে সমস্যা আছে।

উপরে গিয়ে স্টার্ট এ ক্লিক করুন।


এবার ফেসবুক অ্যাপে ক্লিক করুন।নিচের মতো আসবে






সব সিমেই চলবে।কিন্তু GP তে এতটু বেশিই সুবিধা পাবেন।

যাদের error code সমস্যাঃ

যাদের error code এর সমস্যা তাদের বলছি,,
opera mini অ্যাপটা চালু করার জন্য একটা ছোট ইন্টারনেট প্যাক কিনে চালু করে নিন।পরবর্তীতে চালু হয়ে গেলে ফ্রীতে চালাতে পারবেন।

আশা করি সবাই ভালো আছেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

কোনো সমস্যা হলে জানান।আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।

আল্লাহ হাফেজ