Site icon Trickbd.com

মৃত্যুর পর কি হবে আপনার ফেসবুক একাউন্ট? কে করবে ডিলিট? শিখে নিন কাজে লাগতে পারে ।

Unnamed

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন,আজ আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বলতে যাচ্ছি। তো শুরু করা যাক,

★মৃত্যুর পর আমাদের ফেসবুক একাউন্ট এর কি হবে?

আমারা নিশ্চয় চাই না মৃত্যুর পর আমাদের ছবি আর পোষ্টগুলো শেয়ার হোক,আর যারা এটা চাই না তাদের জন্য রয়েছে ফেসবুক legacy option.
এটা চালু রাখার কিছু সুবিধা হল যাকে আপনি উত্তারিধিকার দিবেন সে চাইলে আপনার মৃত্যুর পর,
১.আপনার টাইমলানে পিন পোস্ট করতে পারবে।
২.আপনার প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবে।
৩.ফ্রেন্ড রিকুয়েস্ট accept করতে পারবে।

৪.আপনার একাউন্টটি পারমানেন্টলি ডিলেটের জন্য অনুরোধ করতে পারবে।
কিন্তু আপনার কনভারসেশন দেখতে পারবে না এবং আপনার হয়ে কোনো পোস্ট করতে পারবে না।

★কিভাবে চালু করব ?
প্রথমে Account Setting এ যান,

General,

Manage Account,

Legacy Contact,

এখানে choose legacy থেকে আপনার বিশ্বস্ত জনকে বাছাই করুন এবং Account Deletion (Yes) করে দিন।

হয়ত পরে হলেও কাজে লাগতে পারে তাই জেনে রাখা ভালো। ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য।