আসসালামুআলাইকুম। আপনারা কেমন আছেন? আসা করি আপনারা সবাই ভাল আছেন।
আমরা সকলেই জানি, ফেসবুক এমন একটা মাধ্যম যার মধ্যে আপনি ভাল মন্দ্ব সবই পাবেন। কিন্তু ফেসবুকের ভালটা কতজন নিতে জানে। হ্যা আমি আজ আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৩ টা ফেসবুক গ্রুপের সাথে পরিচয় করে দিবে। এখন আপনাদের হয়তবা কিছু প্রশ্ন জাগতে পারে, ফেসবুকের গ্রুপের মধ্যে শিক্ষানীয় কি আছে?
আমি বলব অনেক কিছু আছে যা অনেক কিছু জানা বা শিখা যায়। শুধু আপনাদের জানার আগ্রহ টা থাকতে হবে। আর বেশি কথা না বলে চলেন শুরু করা যাক।
১। Search English
এই গ্রুপের কথা অনেকে জানতে পারেন। জানলে ভাল, না জানলে যেনে নিন এখনেই।আমরা জানি বর্তমানে চাকরির বাজারে ইংরেজী জানাটা কতটা জরিরী।
এই গ্রুপের মাধ্যমে আপনি ইংরেজী শিখতে পারবেন। বাংলাদেশের এই গ্রুপের মেম্বার সবচেয়ে বেশি একটিভ থাকে। এই গ্রুপের
Admin রাজীব স্যার ও moderator’s সব সময় মেম্বারদের দিক নির্দেশনা দিয়ে থাকে। ইংরেজী কে যেন ভয় বা লজজা না করে গ্রপে কমেন্ট করা জায়। এই গ্রপের মূলসর্ত হল কোন ভুল হলে, ভুল ধরা যাবে না। যে ব্যাক্তি ভুল ধরবে তাকে গ্রুপ থেকে ব্যান্ড করে দেওয়া হয়। এই গ্রুপে এর মাধ্যমে শুণ্য থেকে আপনি ইংরেজী শিখতে বা চর্জা করতে করতে পারবেন।
২। 10 Munits School Live
এই ১০ মিনিট স্কুলের প্রতিস্ঠাতা আইমান সাদিক।
এই গ্রুপের কথা আর কি বলব। আমার মনে হয় কম বেশি সবাই জানে ১০ মিনিট স্কুলের কথা। ১০ মিনিট স্কুল গল্প বলে শেস করা যাবে না। তারপর ছোট করে বলি ১০ মিনিট স্কুলে লাইভ এ আপনি কি কি শিখতে পারেন।
১০ মিনিট স্কুল লাইভ ফেসবুক গ্রুপের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিভিন্ন অ্যাডমিশন পরিক্ষার লাইভ ক্লাস করতে পারবেন। এবং বিভিন্ন স্কিলের লাইভ বা টিউটোরিয়াল আকরে শিখানো হয় একডম বিনামূল্যে।
৩। Digital Skills For Bangladesh
এই গ্রুপের বয়স পোস্ট টা লেখার আগের দিন ৫০ দিন পূর্ন হয়। মাত্র ৫০ দিনের মধ্যেই প্রায় ৩০০০০ মেম্বার হয়ে যায়। দিন চলার সাথে সাথেই ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ দ্রত এগিয়ে জাচ্ছে। আপনি এই গ্রুপের মধ্যে বিভিন্ন ICT বিষয়ে একডম বিনামুল্যে শিখানো হয়। এবং আপনি ICT বিষয়ে কোন রকম প্রবলেম পরলেই এই গ্রুপের মাধ্যমে আপনি তা সমাধান করতে পারবেন।
তবে সাবধান এই গ্রুপ গুলো অতি জনপ্রিয় হওয়ায় ওনেক ফেক গ্রুপ হয়েছে। তাই গ্রুপের লিংক নিছে দেওয়া হল।
search English
10 Munits School Live
Digital Skills For Bangladesh
এই পোস্ট যদি আপনাদের ভাল লাগে প্লিজ আমার এই ছোট ব্লগ সাইট থেকে ঘুরে আসুন ।
TecH4kbd