Site icon Trickbd.com

Facebook এর Search ওপশনের কিছু সুবিধা | [Must See]

Unnamed

??আসসালামু আলাইকুম??

?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা ফেসবুকের ট্রিকস নিয়ে আসলাম। এটা ফেসবুকের সার্চ ওপশন নিয়ে। কি কি করা যাই সার্চ ওপশনের মাধ্যমে, তা আজকে দেখাব। তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?ফেসবুক চালু করে সার্চে যাবেন। আর লিখবেন আপনার বন্ধুর নাম। যেমন আমি লিখলাম Md Topu islam Post । তাহলে দেখেন তার পোস্ট আসছে। গ্রুপের পোস্ট দেখা যাবে।

?আপনার বন্ধু কোন গ্রুপে আছে, তা দেখতে সার্চ করুন বন্ধুর ফুল নাম + Group । যেমন : Md Topu Islam Group

?আাপনার কে কে ফ্লোলোয়ার আছে তা দেখতে সার্চ করেন Follow me

?ফ্রেন্ড দেখতে সার্চ করুন My Friend

?আপনি কোথায় কোথায় পোস্ট করেছেন, তা দেখতে সার্চ করেন My Post

?আপনি কোন কোন পেজ লাইক করছেন তা দেখতে সার্চ করুন My Page

?আপনি কোন কোন গ্রুপে আছেন, তা দেখতে সার্চ করুন My Group

এখানে সার্চের মাধ্যমে এই গুলা করতে পারেন। এটা যে যে যানে না তাদের জন্য।

?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ