Site icon Trickbd.com

এবার আপনার Facebook আইডির যাবতীয় ম্যাসেজ, স্ট্যাটাস, ফটোর ব্যাকআপ জিপ ফাইল আকারে ডাউনলোড করে নিন, বিপদে কাজে আসতে পারে

Unnamed

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির ডাটার ব্যাকআপ রাখবেন। অর্থাৎ আপনি আপনার ফেসবুকের যাবতীয় ইনফরমেশন, ফটো, স্টাটাস, ম্যাসেজ সবকিছু কিভাবে জিপ ফাইল আকারে ডাউনলোড করবেন।
.
অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না, যারা জানেননা তাদের জন্য মূলত এই পোষ্টটি করা। ফেসবুকে এক ভাই রিকুয়েস্ট করলো এই নিয়ে বিস্তারিত একটা পোষ্ট দিতে তাই দিলাম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক…

.
১) প্রথমে আপনার ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করুন… অবশ্যই ডেস্কটপ মোড অন করে নিবেন।
.
২) এবার একদম কোনায় মার্ক করা স্থানে ক্লিক করে Settings এ যাবেন। স্ক্রিনশট দেখুন…

৩) এবার নিচের মতো “Download a copy of your Facebook data” আসলে সেখানে ক্লিক করুন। স্ক্রিনশট দেখুন….

৪) এবার নিচের মতো “Start My Archive” এ ক্লিক করুন।

৫) তারপর আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন।

৬) এরপর নিচের স্ক্রিনশট ফলো করুন…

৭) এবার ১০ সেকেন্ড পরে ফেসবুক আপনাকে নিচের মতো একটা মেইল দিবে… কিন্তু ওটা ইগনোর করবেন। কারণ ওটায় আপনার কাজ নেই।

৮) তার ১০ মিনিটের মধ্যে ফেসবুক আপনাকে আরো একটি মেইল দিবে। নিচের মতো…

৯) তারা আপনাকে একটা লিংক দিবে। অবশ্যই ঐ লিংক ডেস্কটপ মোডে ওপেন করবেন। তারপর “Download Archive” এ ক্লিক করবেন।

১০) তারপর আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করেন। ডাউনলোডটি জিপ ফাইল আকারে হবে।

১১) এবার Z-Archiver অথবা Es File Explorer দিয়ে ওপেন করুন…

১২) এবার দেখুন আপনার ফেসবুকের ম্যাসেজ, ফটো, ডাটা সবকিছু পেয়ে যাবেন।



.
তো এই পর্যন্তই। আগামীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো। সবাই পাশেই থাকবেন।

আর মন্তব্য করতে ভুলবেন না।


প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি