?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা ফেসবুকের ট্রিকস নিয়ে আসলাম। যেটার মাধ্যমে আপনি ফেসবুক চালাবেন ফ্রিতে । তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
এটার জন্য সবাই নিচের ভারশনটা ব্যবহার করবেন
ডাউনলোড লিংক ফেসবুক লাইট
?তারপর লাইটটা ওপেন করেন। ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
?পাসওয়ার্ড সেভ করতে ক্লিক Ok
?তারপর Skip লেখাতে ক্লিক করেন।Skip লেখাতে ক্লিক করলে সবার নাও আসতে পারে। কারন নেট সপিডটা বেশি হতে হবে এবং মোবাইলটা ভাল হতে হবে।
?দেখেন পোস্ট করা সব পিকচার দেখা যাচ্ছে।
এবার মেন কথা, পরে চালাতে হলে আর চলবে না। তখন কি করবেন দেখেন।
?লাইট টার এপ ডিটেলস যাবেন এবং ক্লিক করবেন Storage
?তারপর Clear Data ক্লিক করেন।
?আর Ok ক্লিক করুন।
তারপর আবার যাবেন লাইটে। আবার লগইন করে চালাতে পাটবেন।
[বিঃ দ্রঃ যত বার চালাবেন তত বার লগইন করতে হবে। কথাই আছে “কষ্ট করলে কেষ্ট মিলে”। তাই ফ্রি চালাতে হলে একটু কষ্ট করতে হবে]
ভাই এই পোস্ট এর আগেও করা হয়ছে!
তাদের জন্য একটা কথা বলব, আগের পোস্টে কেউ চালাতে পারে নি। তাই পোস্টটা করলাম। তাও কোনো সমস্যা হলে ডিলিট করে দিব।
?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।