Site icon Trickbd.com

ফেইসলক আনলক করুন এবং ফেইসলক থেকে ডিজেবল হওয়া আইডি ব্যাক আনুন।(Upload a photo of yourself)

Unnamed

আগের বার যে ফেইসলক এর ট্রিক দিছিলাম তা এখন বন্ধ কেউ ঐটা ট্রায় করবেন না।

ফেইসলক


FaceLock এ আপনার ছবি আপলোড করতে হয়।
কিন্তু ছবি আপলোড করলে বেশির ভাগ সময় ই ডিজেবল/ইনরিভিউ তে থেকে যায়।
এমন লক হলে আপনি ছবি আপলোড করবেন না

আইডি তে লগইন করে


নিচের রিগেইন লিংক টা কপি-পেস্ট করে গো দিবেন
রিগেইন লিংক – https://m.facebook.com/help/contact/1062444770553751



এই পেইজ টা ওপেন হবে

আমার স্ক্রিনশট এ ইমেইল এর আলাদা ঘর আছে আপনার সময় না ও থাকতে পারে।
না থাকলে শুধু আইডির নাম আর এডিশনাল ইনফো তে
” please reactive my account ” লিখে সাবমিট দিবেন।
১মিনিট থেকে ৩দিন এর ভিতর ব্যাক আসবে

ফেইসলক থেকে ডিজেবল


যাদের এই লক থেকে ছবি আপলোড করার পর ডিজেবল হয়ে যায়।

তারা প্রথমে এই লিংক এ যান

https://m.facebook.com/help/contact/313733425335072

ইমেইল, নাম লিখে সাবমিট দিন


২৪ঘন্টা থেকে ৩দিন এর ভিতর ব্যাক আসবে।

আমি নিজে ঠিক করে পোস্ট দিলাম 🙂

ম্যাসেঞ্জার বোট পর্ব১ পর্ব২ পর্ব৩

আমার ফেইসবুক আইডি

Exit mobile version