আজকের আমার এই Post টা আপনার কাছে দারুণ লাগতে পারে। প্রথমেই জানিয়ে রাখি, আজকে আমি শুধু ধারণা দিব, শিখাব অন্য কোনো দিন…
সম্পূর্ণ Post টি পড়বেন। আশা করি, আপনি অভিভূত হবেন…
নিচে কিন্তু কিছু Messenger ChatBot এর Screenshots আছে, দেখলে আপনার ভালো লাগবে আশা করি…
যাইহোক, মূল Post এ ফিরে আসিঃ
প্রায় সবারই Messenger ChatBot সম্পর্কে ধারণা আছে আশা করি…
আর আমি তো Messenger ChatBot সম্পর্কে ধারাবাহিক Post লিখছি…; কেউ যদি এখনো না দেখে থাকেন, তাহলে আমার সেই Posts গুলো পড়ে Messenger ChatBot বানানো শুরু করে দিতে পারেন এখনই…
Messenger ChatBot কিন্তু এখন একটা দারুণ ব্যাপার। আপনি যেকোনো Website এর ChatBot বানিয়ে ফেলতে পারবেন, যদি আপনি সেই Website এর API টা পেয়ে যান…
আপনি হয়ত অনেক Website Visit করে দেখে থাকবেন যে, তারা তাদের Website এর API তাদের Website এ দিয়ে রেখেছে। কিছু Website এর Owner তাদের Website এর API একদম Free তে দিয়ে থাকে; আবার কিছু Website টাকার বিনিময়ে…
এখন নিচে আপনাদের আমি কিছু ChatBot এর Screenshots এবং বিবরণ দিচ্ছি, যেগুলো বেশিরভাগই Website এর API ব্যবহার করে বানানো হয়েছেঃ
Currency Converter Bot: এই Bot আপনাকে জানিয়ে দিবে, ১ ডলার সমান কত টাকা; ২ ডলার সমান কত টাকা…
Translator Bot: এটা বিভিন্ন ভাষার অনুবাদ করে দিতে পারে। এটা Google Translate এবং Yandex Translate এর API ব্যবহার করে বানানো হয়েছে।
উপরের সবগুলো ChatBot ই Website এর API ব্যবহার করে বানানো হয়েছে। এভাবে Live Cricket, Football Score Bot, URL Shortener Bot ইত্যাদি ChatBot Website এর API ব্যবহার করে বানানো সম্ভব। Facebook এখন কোনো নতুন ChatBot নিচ্ছে না, তাই ChatBot গুলোর Live Demo আপনাদের দিতে পারলাম না…
শুধু Website এর API পেয়ে গেলেই কি সেই Website এর ChatBot বানানো সম্ভব? না, ব্যাপারটা তেমন সহজও না। অবশ্য আপনি যদি Programming এবং Codding জানেন, তাহলে কাজটা আপনার কাছে অনেকটাই সহজ।
API পাবার পর আপনি কী করবেন? API কিন্তু বিভিন্ন প্রকারের হয়ঃ Html API, Xml API, Json API…
Json API পেলে আপনার কাজটা সহজ হবে। কারণ ChatBot Building Platform Chatfuel শুধু Json API Support করে। অবশ্য অন্যান্য API গুলো পেলেও, সেটা Convert করে Json API করা সম্ভব।
API পেয়ে গেলে, সেটা নিয়ে আপনাকে কিছু Coding করে কোনো Hosting Platform এ Host করতে হবে। এর জন্য আপনি Heroku ব্যবহার করতে পারেন, এটা Setup করা সব থেকে সহজ।
আশা করি, TrickBD Teamও তাদের Website এর জন্য একটি Support ChatBot একদিন বানিয়ে ফেলবে।
যাইহোক, ধীরে ধীরে উপরের প্রত্যেকটি ChatBot বানানো আপনাদের শিখিয়ে দিব ততদিন ভাবতে থাকুন কী বিষয়ের উপর আপনি ChatBot বানাবেন। আর চেষ্টা করে দেখুন, নিজেই একটা ChatBot বানিয়ে ফেলতে পারেন কি না…
সৌজন্যেঃ Tech Notepad