অাজকের পোষ্টে অামি দেখাবো, “কিভাবে অাপনারা এক ক্লিকে সবাইকে অানফলো করবেন”
ফেসবুকে অামরা যখন কাওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তখন দেখা যায় যে অনেকে রিকোয়েস্ট টা এক্সেব করেনা। যার ফলে তখন অামরা তাদের ফলোয়ার হয়ে যায়। অার এর ফলে অামরা যদি একজন একজন করে সবাইকে অান ফলো করি তাহলে অনেক সময় লেগে যায়। তাই এক ক্লিকে যেনো সকলকে অান ফলো করতে পারি সেটা নিয়েই অাজকের পোষ্ট।
তো অার কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাওয়া যাক….
প্রথমে অামার উপরের লিংক থেখে ফাইলটা ডাউনলোড করে নিন। তারপরে ফাইলে থাখা কোডটা কপি করে নিন। তারপরে Puffin ব্রাউজার অপেন করুন।
তারপরে নিচের দুটো স্কিন শর্টের মতো কাজ করে নিন। প্রথমে অাপনার ফেসবুক অাইডিতে লগইন করে অাপনার প্রোফাইলে ডুকুন & তারপরে Desktop Mode চালু করে দিন। তারপরে লিংকের শুরুতে web. লিখে Go দিন।
তারপরে অাপনার প্রোফাইলে ডুকে Friends অপশনে ক্লিক করুন, তারপরে More অপশনে ক্লিক করুন, তারপরে Following অপশন পাবেন সেখানে ক্লিক করুন। না বুঝলে স্কিন শর্টের মতো কাজ করে নিন।
এখন দেখতে পাচ্ছেন যে অামি অনেক জনকেই ফলো করছি। তো সব গুলো অাইডিকে এখন অান ফলো করবো
তারপরে জাবা স্ক্রিপ্ট কোডটা URL বক্সে পেস্ট করে GO দিন।
তারপরে অাপনারা পেজটা রিফ্রেশ দিন দেখবেন যে নিচের স্কিন শর্টের মতো সবগুলো অান ফলো হয়ে গেছে।
অাশা করি বুঝতে পারছেন। অাসলে কাজটা খুবই সহয। তাই সকলেরই বুঝার কথা। তারপরেও না বুঝলে ভিডিওটা দেখতে পারেন। অাপনাদের অার কি কি এক ক্লিকের টিপস চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন । পোষ্টে কোনো প্রকার ভুল-ত্রুটি করে থাখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ…..
কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন।চাইলে অাপনারা ভিডিওটা দেখে কাজ করে নিতে পারেনঃ
এই ধরনের অারো নতুন নতুন টিপস পেতে প্লিজ প্লিজ প্লিজ অামার ইউটিউব চ্যানেলটা সাবক্রাইব করে রাখুন: