intro……
বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ট্রিক উপহার দেয়ার। সেই প্রচেষ্টা আব্যাহত রেখে আজকে নতুন একটা ট্রিক দিচ্ছি।
আপনার সবাই আমাকে যে ভাবে উৎসাহিত করেন সে জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকের পৃথিবীতে ফেসবুক ব্যাবহার করে না এমন লোখের সংখ্যা খুব কব। ফেসবুক আমাদের মাঝে যে ভাবে জনপ্রিয়তা পাচ্ছে। তাতে করে ফেসবুকে আমাদের নিরাপত্তা খুব প্রয়োজনীয়।
ফেসবুক কতৃপক্ষ আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক মাস আগে একটি ফিচার বের করে। তা হল, প্রোফাইল পিকচার গার্ড। আর এই, প্রোফাইল পিকচার গার্ড এর জন্য অন্য কারোও ফটো ডাউনলোড করা যায় না।
আমি আজ দেখাবা কি ভাবে প্রোফাইল পিকচার গার্ড দেয়া ফটো ডাউনলোড করবেন।
এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। ভাল ভাবে বোঝবার জন্য স্ক্রিনশট দেয়া আছে।
কার্যপদ্ধতিঃ
প্রথমে Opera Mini চালু করুন।
তারপর Opera Mini আইকন এ ক্লিক করুন।
এবার Data Savings এ ক্লিক করুন।
এবার তীর চিহ্ন দিয়ে দেখানো জায়গায় ক্লিক করে Automatic করে দিন।
এবার Opera Mini থেকে ফেসবুকে লগইন করে করে, যার ফটো ডাউনলোড করতে চান সেখানে যান। এবং আপানার কাঙ্ক্ষিত ফটোতে লঙ ক্লিক করে ধরে থাকুন।
এবার পপ আপ উইন্ডো আসলে Save image এ ক্লিক করুন।
কাজ শেষ…………… এখন, আপনি ফটো ডাউনলোড করতে সফল হয়েছেন।
বন্ধুরা এই ট্রিক টা যদি আপনার ভাল লাগে, তাহলে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না।
- যে কোন প্রয়োজনেঃ
- Facebook: K M Faruk islam
মাদক কে
না বলি,
মাদক মুক্ত
সমাজ গড়ি।