অাজকের পোষ্টে দেখাবো, “কিভাবে অাপনার ফেসবুক পেজে যতোখুশি ততো অটোলাইক নিবেন কোনো প্রকার ক্রেডিট ছাড়া”
প্রথমেই এই সাইটটির সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই। কথা গুলো হলোঃ
এই ছিলো সুবিদা অসুবিদা গুলি। অাসলে প্রথমেই এসব বলে দিলাম কারন পরবর্তিতে যখন অাপনারা লাইক পাবেন না তখন অাবার পোষ্টে বাজে মন্তব্য করবেন।তাই সব বলে দিলাম এখন অাপনার ইচ্ছা হলে লাইক নিবেন না হলে নিবেন না সেটা অাপনার ইচ্ছা।তবে সাইট থেখে লাইক নেওয়া যায়না সেটা কিন্তু না। লাইক ঠিকই অানলিমিটেড নিতে পারবেন কিন্তু একটু কষ্ট & সময় লাগবে। তো অার কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক…….
?প্রথমেই অাপনারা নিচের স্কিন শর্টে দেখুন অামার পেজে কোনো লাইক নাই। অামি এই পেজেই অটো লাইক নিবো।
?এখন অাপনারা নিচের লিংক ডুকুন FanPage Liker
?তারপরে Click Here অপশনে ক্লিক করুন
? তারপরে অাপনি অাপনার অাইডির নাম্বার & পাস দিয়ে লগইন করুন & টোকেন কপি করে নিন
? তারপরে অাবার হোম পেজে চলে অাসুন & খালি বক্সে টোকেনটা পেস্ট করে সাবমিট করে দিন।
?তারপরে নিচের মতো লিমিট সিলেক্ট করে দিন & পেজ সিলেক্ট করে সাবমিট করে কয়েক মিনিট অপেক্ষা করুন
? তারপরে দেখুন অাপনার পেজে লাইক চলে অাসছে। মাএ ৭টা লাইক অাসছে। অামি প্রথমেই বলেছিলাম প্রতি ক্লিকে ৫টা লাইকও অাসতে পারে অাবার ২০টা লাইকও অাসতে পারে।
বি.দ্রঃ অামি সাইটটি নিয়ে পোষ্ট করতে চাইছিলাম না, কিন্তু কেও এই সাইট থেখে পেজে অটো লাইক নেওয়ার টিপসটা এখন পর্যন্ত শেয়ার করে নাই। তাই অামি এই পোষ্টটা শেয়ার করলাম। অার কেও শেয়ার করে থাখলেও সেটা অামি সার্চ করে খুজে পাইনি।তাই পোষ্ট করলাম। দয়াকরে কেও খারাপ মন্তব্য করবেন না।।
১. অামার ফোনে স্কিন শর্ট তুললে একদম লো কোয়ালিটি এর হয়ে যায়। বেশি ক্লিয়ার হয়না। এমন কেন হয়? ফুল ক্লিয়ার স্কিন শর্ট কিভাবে তুলবো?
২. ট্রিকবিডিতে পোষ্টে স্কিন শর্ট অ্যাড করলে সেগুলো ছোট হয়ে যায় কেন? বড় অাকারে স্কিন শর্ট কিভাবে দিবো বা দেখবো?
এই ধরনের অারো নতুন নতুন টিপস পেতে প্লিজ প্লিজ প্লিজ অামার ইউটিউব চ্যানেলটা সাবক্রাইব করে রাখুন: