সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা।আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি টুল শেয়ার করব।এটি মূলত একটি ক্রোম ব্রাউজারের এক্সটেনশান।এই এক্সটেনশনটি আপনার ফেসবুকের সব কাজকে অনেক সহজ করে দিবে।এই এক্সটেনশনে অনেক অসাধারণ কিছু টুলস রয়েছে।
এই এক্সটেনশন দিয়ে আপনি যাযা করতে পারবেনঃ
- আপনি আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডকে এক ক্লিকে গ্রুপে এড করে ফেলতে পারবেন।
- সকল বন্ধুকে একসাথে পেজে ইনবাইট করতে পারবেন।
- অনেক বন্ধুকে একসাথে ফেসবুকে এড করতে পারবেন।
- সব ফ্রেন্ড রিকোয়েস্ট এক ক্লিকে একসেপ্ট করে নিতে পারবেন।
- সকল বন্ধুকে একসাথে মেসেজ পাঠাতে পারবেন।
- সকল গ্রুপে একসাথে পোস্ট করতে পারবেন।
- এক ক্লিকে সকল বন্ধু আনফ্রেন্ড করতে পারবেন।এক ক্লিকে সব গ্রুপ লিভ করতে পারবেন।
এই এক্সটেনশনে আরো অনেক টুলস পাবেন।সবগুলাই খুব কাজের।
কিভাবে এই এক্সটেনশন ব্যবহার করব?
এর জন্য আপনাকে পিসি ব্যবহারকারী হতে হবে।এবং আপনার ক্রোম ব্রাউজার থাকতে হবে।ক্রোম ওয়েব স্টোরে গিয়ে toolkit লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।অথবা নিচের স্কিনশর্ট দেখুন।
অথবা,
এই খানে ক্লিক করে এক্সটেনশনটি ডাউনলোড করে ক্রোমে এড করে নিন।
এই এক্সটেনশনের কিছু স্কিন শর্ট:
আশা করি এটি টুলটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য অনেক কাজে আসবে।কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন।আর হ্যা টেকনোলজি বিষয়ক কোনো সমস্যা থাকলে প্রশ্ন করে সমাধান নিতে ভিজিট করতে পারেন en.nirbik.com
সবাই ভাল থাকুন।সুস্থ থাকুন।আর ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।