নমস্কার
ট্রিকবিডি নিউ মেম্বারদের স্বাগত জানাই। আশা করি সবাই ভাল আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সবচেয়ে বড় গ্রুপগুলোর পরিচয় হওয়াই আজকের টপিক। তো চলুন শুরু করা যাক
: বাংলাদেশের যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তার মধ্যে সর্বাধিক প্রচলিত যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। খুব সহজেই ফেসবুকের মাধ্যমে একে অপরের মধ্যে যোগাযোগ করা যায়। কয়েকজন মিলে খোলা যায় ফেসবুক গ্রুপ। আর সেই গ্রুপ নিয়েই আজকের আলোচনাপ্রথম গ্রুপ:
মুভি লাভারস অব বাংলাদেশ
Link: here
মুভি ভালবাসেনা এমন লোক খুজে পাওয়া যাবে না। মুভি আমাদের প্রচলিত জীবনযাত্রা তুলে ধরে। জীবনের কোন বিশেষ দিক ফুটিয়ে তুলতেও মুভির জুড়ি নেই। আর এইসব মুভির রিভিউ, কাহিনী সংক্ষেপ নিয়েই গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় মুভির গ্রুপ ? মুভি লাভারস অব বাংলাদেশ। এদের মেম্বার সংখ্যা 391972। মানে প্রায় চার লাখ!! গ্রুপটিতে খুব ভাল মানের নিত্যনতুন মুভির রিভিউ পাওয়া যায়। সাথে রয়েছে ডাউনলোড লিংক, কাহিনী সংক্ষেপ ইত্যাদি।
দ্বিতীয় গ্রুপ:
বইপোকা
Link:
here
সাহিত্য প্রেমীদের নিয়ে গড়ে উঠেছে ফেসবুকের বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কমিউনিটি বইপোকা। এটি শুধু বাংলাদেশের নয়। পার্শবর্তী দেশ ভারতের বাংলাভাষাভাষীদের নিয়ে গড়ে উঠেছে এ গ্রুপ। গ্রুপের মেম্বার সংখ্যা 1377244। অর্থাত তের লক্ষ মেম্বারের বিশাল গ্রুপ এটি। এই সংখ্যাটি প্রতিদিনই বেড়ে চলেছে। আপনি যদি বাংলা সাহিত্য ভালবাসেন তাহলে যোগ দিন এখনই!!
তৃতীয় গ্রুপ:
BDCYCLISTS
Link:
here
]সাইক্লিং কমিউনিটির সবচেয়ে বড় বাংলাদেশী গ্রুপ হলো বিডিসাইক্লিস্টস। আপনারা যারা ঢাকার মানিক মিয়া এভিন্যিউ এর আশেপাশে থাকেন তারা নিশ্চইয় জানেন যে শুক্রবার হলে সেখানে জড়ো হয় শত শত সাইক্লিস্টস। আর এইসব সাইক্লিস্টের গ্রুপের নাম হচ্ছে বিডি সাইক্লিস্টস। গ্রুপের মেম্বার প্রায় দেড় লক্ষের মতো। চাইলে একবার জয়েন দিয়ে কানেক্টেড থাকতে পারেন
চতুর্থ গ্রুপ:
ট্রাভেলার্স অব বাংলাদেশ
Link:
here ঘুড়তে কে না ভালবাসে। আর ভ্রমনপিপাসুদের নিয়েই গড়ে উঠেছে বাংলাদেশের পর্যটকদের ফেসবুক গ্রুপ ট্রাভেলারস অব বাংলাদেশ। গ্রুপে নিত্যনতুন দর্শনীয় স্থান, পর্যটন সম্পর্কে পোস্ট দেয়া হয়। কোথাও ঘুরতে গেলে তথ্যের জন্য একবার ঢু মারতে পারেন এই গ্রুপে
পন্ঞ্চম গ্রুপ:
টেন মিনিট স্কুল লাইভ
Link:
আজ আর নয়। সাপোর্ট পেলে নেক্সট পার্ট দিয়ে দিব
।ভাল থাকবেন সবাই…