আজকের বিষয়:
কিভাবে ফেসবুক এ লগইন এলার্ট চালু করবেন।ফেসবুক লগইন এলার্ট এর কাজ কি??
ফেসবুক লগইন এলার্ট এর কাজ হল আপনার একাউন্ট যদি হ্যাকারদের হাতে পরেও যায় বা যে কোন উপায়ে কেউ আপনার মূল্যবান একাউন্টটি যদি হাতিয়ে নেয় তাহলে এই অপশনটির মাধ্যমে আপনি আপনার একাউন্টটি ফিরে পেতে পারেন।
ফেসবুক এই সম্পর্কে কি বলে দেখে নিন।
আশা করি ফেসবুক লগইন এলার্ট এর কাজটি সবাই বুঝতে পেরেছেন।
ত এতক্ষন বকবক করার পর দেখে নেই কিভাবে এই অপশনটি চালু করব।প্রথমে আপনি যে একাউন্ট এ অপশনটি চালু করবেন সেই একাউন্ট এ প্রবেশ করুন।এবং নিচের ScreenShot গুলো অনুসরন করুন।নিচের প্রক্রিয়াটি ফেসবুক এর মোবাইল ভার্সন এ দেখানো হয়েছে।যারা অন্য ভার্সন ব্যাবহার করেন তারাও এই প্রক্রিয়া অবলম্বন করবেন।
১।
২।
৩।
৫।
৬।এই ধাপ গুলো সম্পন্ন করার পর নিচের মত আপনার একাউন্ট এ একটি E-mail,Notification ও Message আসবে।
আর যারা e-mail এর পরিবর্তে number ব্যাবহার করেন তাদের কাছে message আসতেও পারে আবার নাও আসতে পারে।
ত এখন আপনি সফল ভাবে ফেসবুক লগইন এলার্ট চালু করতে সক্ষৃ হয়েছেন।এখন কেউ যদি নতুন কোন ip,Browser,Location দিয়ে আপনার একাউন্ট এ প্রবেশ করে তাহলে আপনার একাউন্ট Recovery করতে পারবেন।