Site icon Trickbd.com

যেভাবে ফেসবুকে কাউকে পাঠানো Message Unsend করবেন

অনেকের আমরা ভুল করে কাউকে Facebook এ Message Send করে দেই…

ভুল করে Post করলে, সেটা তো Delete করার সুযোগ আছে…

কিন্তু ভুল করে Message Send করলে, সেটা Unsend করার সুযোগ এতোদিন ছিল না…

যদি আপনি Message টা Delete করতে পারেন, তবে সেটা শুধু আপনার নিজের Inbox থেকে, যাকে Message টা Send করেন, তার Inbox এ Message টা থেকেই যায়।

অনেকে এরকমও ঘটনা ঘটিয়েছে যে, ভুল করে কাউকে কোনো Message Send করার কারণে নিজের fb ID friends দের দ্বারা Report করে Block/Lock/Disable করিয়ে নিয়েছে…

কারণ fb ID Deactivate করেও কোনো লাভ হয় না, সেই Message দেখাই যায়…।

যাইহোক, এসব বিষয় Facebook ভেবেই হয়তো এতোদিন পর Unsend Message feature চালু করার উদ্যোগ নিয়েছে…

যেভাবে Feature টি ব্যবহার করতে হয়ঃ
(১) Messenger App(not the Lite App) থেকে যেই Message টি Delete করতে চান, সেই Message টি চেয়ে ধরুন এবং Unsend Message touch করুনঃ

 

(২) Confirm Message টিতে Unsend button টি touch করুনঃ

বিদ্রঃ এটা এখনো সবার Facebook Account এ চালু হয়নি।  Facebook team এই feature খুব অল্প সংখ্যক Facebook Profile এ Test করছে বর্তমানে। 

সৌজন্যেঃ Facebook Problem Solution BD fb Group ??? (যেকোনো ফেসবুক সমস্যার সমাধান এবং ফেসবুকের নতুন নতুন সব ফিচারের খব জানতে ঐ FB Group এ Join করতে পারেন…।)