আসসালামু আলাইকুম/আদাব।।
আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি Facebook এর কিছু গুরুপ্তপূর্ন ট্রিক্সস,,,
যারা যানেন না তাদের জন্য এই পোস্ট টি ভাই,,,
অনেকে জানেন না,,,তাদের জানার জন্যই পোস্টটি,,,
ভাই আপনি একাই জানলে তো হবে না,,,সবাই কে তো শিখতে ও জানতে হবে তাই নয় কি,,,
আমি বড্ড বেশি কথা বলি তাই না ভাইয়েরা,,
আচ্ছা তাহলে আজকে আর কোন কথা না বলে মুল কাজে আসি,,,
ফেসবুকের প্রয়োজনিও ট্রিক্স গুলো হচ্ছে:-
(1)সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে পারবেন
(2)সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড
অ্যাড করতে পারবেন
3>>সর্বোচ্চ ৫০০০ পেজ
লাইক করতে পারবেন।
{4}একটি ছবি সর্বোচ্চ
৫০ জন ব্যক্তি বা পেজে
ট্যাগ করতে পারবেন।
[5] সর্বোচ্চ ১৫০ জনকে
নিয়ে চ্যাট গ্রুপ তৈরী
করতে পারবেন ।
{6} লাইক দেয়ার ক্ষেত্রে
নির্দিষ্ট কোন সীমা নেই
তবে প্রতি ৭ মিনিট পরপর
একবারে ৪০ টি করে লাইক
দিলে ব্লক হবেন না।সারাদিন ধরে করা যাবে
{7} ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠানোরনির্দিষ্ট কোন
সীমা নেই । এটা নির্ভর
করে একসেপ্ট করার
পারসেন্টেজের উপর । মনে
করেন আপনি ৫০০
রিকোয়েস্ট পাঠালেন ।
সেই ৫০০ রিকোয়েস্টই
একসেপ্ট করলো । তাহলে
কোন সমস্যা হবে না ।
আবার ৫০ জনকে রিকোয়েস্ট
পাঠালেন ৫০ জনই রিজেক্ট
করলো । তখন আপনি ব্লক হতে পারেন
{8} আপনি কোন কিছুতে ব্লক
হলে যেমন লাইক, টিউমেন্ট,
মেসেজ, রিকোয়েস্ট
পাঠানো, গ্রুপে ফ্রেন্ড
অ্যাড ইত্যাদি
ক্ষেত্রে। সেই ব্লকের
মেয়াদ কতদিন বাকি আছে
জানতে Setting > বামে
নিচে support inbox এ ক্লিক
করুন
(9) কাউকে ক্লোজফ্রেন্ড
লিস্টে রাখতে মোবাইল
থেকে timeline > একেবারে
নীচে see friend list > close
friend বক্সে টিক দিয়ে done
করুন ।একটি
আইডি থেকে আপনি
আনলিমিটেড পেজ role/
manage করতে পারবেন
{10} 60 দিনের আগে নাম
চেন্জ করতে Setting> General >
Name edit > নীচের দিকে
নীল রঙের Learn more >
আবারও নীচে learn more > let
us know > যে নাম দিতে
চান বক্সে লিখুনচান বক্সে
লিখুন । 1st এবং last name
অবশ্যই লিখতে হবে । middle
name না লিখলেও হবে >
Reason for this change > Legal
Name Change >Choose এ ক্লিক
করে যেকোনো একটি
ফটো আপলোড করে send করে
দিন । ৭২ ঘন্টার ভিতর নাম
চেঞ্জের অপশন আসবে । তখন
চেন্জ করতে পারবেন
(11) মোবাইল
থেকে পেজের
অ্যাডমিন করতে প্রথমে page
করতে প্রথমে page এ যান >
ডানে more > edit setting >
page roles > add person to page
> বক্সে নাম সার্চ করে
সিলেক্ট করুন > set as admin >
ফেসবুক পাসওয়ার্ড দিয়ে
continue > অপশনগুলো থেকে
যেটা করতে চান সিলেক্ট
করে add এ ক্লিক করুন
{12} পিসি থেকে auto
video play অফ করতে settings &
privacy > বাম পাশে নীচে
Videos > auto play videos >
default করা আছে off করে
দিন । এটা মোবাইলে
ব্রাউজারে ডেক্সটপ ভিউ
দিয়েও করা যায় ।
[13]পিসিতে একবারে ১০
টি করে ট্যাগ রিমুভ করতে
timeline > view activity log >
বামে নিচে photos > photos
of you > টিক দিয়ে ১০ টি
ট্যাগ সিলেক্ট করুন । ডানে
উপরে লক্ষ্য করুন report/ remove
tags > I want the photos
untagged > Untag photos এ
ক্লিক । এটা মোবাইলে
ব্রাউজারে ডেক্সটপ ভিউ
দিয়েও করা যায় ।
(14) অন্য কারো পিসি বা
মোবাইল থেকে আপনার
আইডিতে লগইন করলেন । কিন্তু
লগআউট করতে ভুলে গেলেন !
এক্ষেত্রে অন্যকেউ আপনার
আইডিতে ঢুকে ঝামেলা
করতে পারে । করণীয় হলো
Settings > security > active
sessions > last accessed এর
বক্সে টিক দিয়ে remove
selected করে দিন । লগ আউট
হয়ে যাবে
আশা করি প্রোষ্টটি সবার ভালো লাগবে।