Site icon Trickbd.com

জেনে নিন কিভাবে ফেসবুক নোটিফিকেশন ডিলেট/হাইড করতে হয়।[যারা জানেন না]

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন,অনেক দিন পর আবার কিছু লিখতে বসলাম।
আনেক সময় আমাদের ফেসবুক থেকে মেসেজ ও নোটিফিকেশন ডিলেট করা প্রয়োজন হয়। সবাই মেসেজ ডিলেট করতে পারলেও নোটিফিকেশন কিভাবে সরাতে হয় তা অনেকেরি অজানা, কারনটাও সহজ কেননা অনেকেরই এটা তেমন প্রয়োজন হয়ে উঠে নি। তো দেখে নেয়া যাক,

প্রথমেই বলে নেই facebook lite,free facebook ও mobile.facebook দিয়ে নোটিফিকেশন হাইড করা যায় না।

১ম পদ্ধতি:

Facebook App দিয়ে খুব সহজে হাইড করতে পারেন।

এর জন্য প্রথমে নোটিফিকেশন এ যান এবং যেটি সরাতে চান সিলেক্ট করুন।

২য় পদ্ধতি:

অনেকের Facebook Apps এ 3 dot চিহ্নটা থাকে না বিশেষ করে যাদের অপারেটিং সিস্টেম ভিন্ন। তাদের শুধু যে নোটিফিকেশন ডিলেট করতে চায় সেটা ডান থেকে বামে স্ক্রল করতে হবে।

৩য় পদ্ধতি :

এর জন্য কম্পিউটার বা মাউস পয়েন্টার আছে এমন মোবাইল ব্রাউজার ব্যবহার করতে হবে (যেমন: Puffin)।
প্রথমেই desktop mode দিয়ে ফেসবুকে লগইন করুন, নোটিফিকেশনে যান এবং নির্দিষ্ট নোটিফিকেশনের উপর মাউস পয়েন্টার নিন এবং লক্ষ্য করুন 3dot option show করতেছে। ক্লিক করে হাইড করে দিন।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ । যেটুকু জানি শুধু তা জানানোর চেষ্টা করলাম।