আজকের পোস্টে সবাইকে স্বাগতম ।সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ও ভালো আছি ।
এখনকার টপিক
তো টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোস্ট করব।আজ আমি আপনাদের আরেকটি নতুন সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনি ফেসবুকে অটো লাইক , কমেন্ট ছাড়াও আরো অনেক কিছু করতে পারবেন ।এবং এটি সম্পূর্ণ নতুন একটি সাইট ।এ সাইট ব্যবহার করলে আপনার আইডি এর একটুকু ক্ষতি হবে না এর গ্যারেন্টি আমি নিচ্ছি ।
দেখে নিন সাইটেতে কি কি মেন্যু আছে
তো চলুন দেখে নিন কিভাবে Auto Followers নিবেন
প্রথমে আপনার Chorme ব্রাউজার অথবা Yandex ব্রাউজার অপেন করুন।তারপর সাইটেতে যেতে নিচের লিংক এ ক্লিক করুন।
vipfbauto.Com
ডুকেই Click Here For Access Token এ যান

এবার Email/Phone/Username এর জায়গায় আপনার ফেসবুকের Email/Phone/Username দিন। এখানে আপনার পাসওয়ার্ড হেক হওয়ার ভয় থাকলে লাইক নিয়ে পাস ওয়াড চেন্জ করতে পারেন ।তবে হেক হওয়ার কোনো চাঞ্জ নেই ।তো Password এ আপনার ফেসবুকের Password দিন।এবার Get Token এ ক্লিক করুন। এবং নিচের বক্সে টোকেন আসবে এবং সেটা কপি করুন।

বক্স এ টোকেন পেষ্ট করুন । এবং অটোমেটিক টোকেন সাবমিট হয়ে যাবে।তারপর গুগল ক্যাপচা পুরন করতে হবে। যারা জানেন ক্যাপচা পূরন করতে। তারা করুন না পারলে সাইটে ভিডিও এড করা আছে দেখে নিন। তারপর লগিন এ ক্লিক করুন।
এবার সাইটের Service গুলোর কিছু Screen Shot এ দেখুন টোটাল ২৫ টা অটো মেন্যু আছে সাইটে।
তো এবার আপনি যে Menu ব্যবহার করতে চান সেটায় ক্লিক করুন।
আর Auto Like or Auto Comment এর যেকোনো একটা ব্যবহার করবেন আপনার পছন্দ অনুযায়ী।
এখন Auto Followers এ ক্লিক করলাম।
এবার এমন একটা পেজ আসবে।
তারপর ফেসবুকে ডুকেন ।দেখেন নোটিফিকেশন চলে এসেছে ।আমার টা নিচে দিলাম ।
আশা করি সবাই বুঝতে পারছেন ।
কোথাও বুঝতে না পারলে Comment করে জানাবেন অথবা vipfbauto সাইটে Live Chat করার অপশন আছে ,কোনো কিছু না বুঝতে পারলে লাইভ চ্যাটে মেসেজ করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন।
এখানে আমি শুধু Auto Followers নেওয়া দেখালাম ।বাকি গুলো একই কাজ ।
ধন্যবাদ।
Stay With Trickbd