অনেক গ্রুপে দেখা যায় যে আডমিন নেই। সব আডমিন লিভ নিয়েছে বা তাদের আইডি নষ্ট হয়ে গেছে। সেইসব গ্রুপের আডমিন আপনি হতে পারবেন। ত চলুন শুরু করা যাক,যেভাবে আডমিন ছাড়া গ্রুপের আডমিন হবেনঃ-
- এন্ড্রয়েড হলে প্রথমে ইয়ান্ডেক্স ব্রাউজার ডাউনলোড করে নিন,আর পিসির জন্য ক্রোম ব্রাউজার।
- তারপর এই এক্সটেনশটি ব্রাউজার এ আড করে নিন।
ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন,এবং ডেস্কটপ মুড করে নিন ৩ ডোট এ ক্লিক করে এবং এক্সটেনশন এ প্রবেশ করুনঃ-
- তারপর Fb Tolkit এক্সটেনশন টি ওপেন করুন।
- Claim Facebook Group Admin টুলটি খুজে বের করে, Start Tool ক্লিক করুন
আবার ডেস্কটপ মুড করে নিন। তারপর যেই গ্রুপে আডমিন নাই সেই গ্রুপ সিলেক্ট করে Claim Admin এ ক্লিক করুন। তাহলেই ওই গ্রুপ্পটির আডমিন আপনি হয়ে যাবেন।
- অনেক সময় গ্রুপের আডমিন বেশী ইন-আক্টিভ থাকলে গ্রুপে আডমিন লিস্ট ফাকা দেখাই,ওইসব গ্রুপে আডমিন আপনি হতে পারবেন না।
ধন্যবাদ,আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করুন,উত্তর পেয়ে যাবেন ১০ মিনিট এর মধ্যে,আর জরুরি কোনো কিছুর জানার থাকলে লাইভ চ্যাট অপশনটিও ব্যবহার করতে পারবেন।