Site icon Trickbd.com

ফেসবুকে কাউকে ভূলবশত Message দিয়ে ফেললে ওটা কীভাবে ডিলেট করবেন দেখে নিন।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন কারন ট্রিকবিডির এর সাথে থাকলে অবশ্যই সবার ভালো থাকারই কথা আচ্ছা যাই হোক আজ আরও একটা টিপস নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক।

বর্তমান ফেসবুক হলো পৃথীবির সব থেকে জনপ্রিয় একটা Social Network ওয়েবসাইট। ফেসবুক ব্যবহার করে না এমন লোক হাতে গুনে এক – দুইটা!

আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি আমাদের Friends List এ পরিবার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ন ব্যাক্তিও থাকতে পারে।
মনে করুন আপনি একটা Message করতে চাইছেন আপনার বন্ধুকে কিন্তু ভূলবশত করে ফেলেছেন আপনার বড় ভাই বা অন্য কাউকে।
আমাদের বন্ধুর সাথে আমরা অনেকেই ব্যক্তিগত অনেক কথাই বলে থাকী এটা অন্য কেউ-কে বললে অবশ্যই একটা লজ্জার বিষয় এখন আপনার বন্ধুকে করা Message টা আপনি আপনার বড় ভাইয়ের কাছে ভূলবশত Send করে দিয়েছেন এখন আপনি চাইলেই ওই Message টা Remove করতে পারবেন।

ফেসবুক টিম কিছুদিন হলো আপডেট করেছে অনেক গুরুত্বপূর্ন একটা ভালো এবং দরকারী আপডেট করেছে এতে আশা করা যাচ্ছে অনেক ইউজার এর উপকার হবে।
চলুন দেখে নিয়া যাক কীভাবে কাউকে ভূলবশত Message দেওয়া ওই Message টা কীভাবে Remove করবেন।

প্রথমে আপনার Messenger টি Google PlayStore থেকে Update করে নিবেন।

Messenger App Information

Name: Messenger

App Size: 36.44MB

PlayStore Download Link: Messenger Download Link


আপডেট হয়ে গেলে Messenger টা Open করুন এবং চেষ্টা করে দেখুন হবে আমি একটা Message ডিলেট করে দেখাচ্ছি।

আমি আপনাদের দেখানোর জন্য ওকে গুড নাইট লেখাটা Remove করে দেখাবো।

আপনি যে Message টা Remove করতে চান ওই Message এর উপর Long Press করুন দেখুন Remove বলে একটা অপশন চলে আসবে ওটাই ক্লিক করুন।

দেখুন Remove for Everyone বলে আর একটা অপশন আসবে ওটাই ক্লিক করুন।

এখন দেখুন Remove বলে আরও একটা অপশন পাবেন ওটাই ক্লিক করে দিন।

এখন দেখুন আমি যে Message দিছিলাম ওকে গুড নাইট ওটা Remove হয়ে গেছে।
কিছু কথাঃ
আপনাদের সাথে আজকে ছোট করে একটু পরিচয় করিয়ে দিবো এই স্মার্ট প্লাটফর্ম এর অস্মার্ট একজন Author কে!
আমার পোস্ট এ প্রথম তিনি Comment করেন।


আমি একটা পোস্ট করেছিলাম, কীভাবে কপিরাইট ডিজেবল আইডি ব্যাক করা যাই!
তিনি আইসা Comment করে এই Trick নাকী কপাল ভালো হলে কাজ হয় নইলে ফেসবুক ১ বছরের বেশী ডিজেবল রাখে।
আরে Mailing System বাদেও কপিরাইট তুলা যাই??
( জানি সে এখন বলবে তিনিও জানে এটা তাহলে জানলে নিজের আইডি কপিরাইট ডিজেবল এখনো Case তুলতে কেনো পারিনি?? )
ওনার আইডি এর ইউজারঃ umar.faruk.bksp
Check করুন Copyright Disabled?

এখন দেখুন তিনার কথা হচ্ছে ফেসবুক টিম নাকী বাংলা বুঝে না কী হাস্যকর একটা কথা বললেন উনি?
আরে ভাই এমন অনেক দেশ আছে যেমন আরব দেশ তারা তো আরবি ছাড়া কোনো ভাষাই পারে না খুব একটা এবং তাদের ডকুমেন্ট ও আরবী ভাষায় লেখা এখন তাহলে আমার কথা তাদের আইডি ডিজেবল হলে ওই ডকুমেন্ট সাবমিট দিলে কী তাদের Review দেই যে “আমরা আরবী বুঝি না তাই ডিজেবল ব্যাক দিলাম না” ???
আরে মিয়া আপনি কী জানেন?

কিছুই তো পারেন না, দিশরীর ভিডিও, বাবুর ভিডিও Screenshot মেরে পোস্ট দিছেন নিজের নামে চালিয়ে??
(Prove দিতে পারলাম না বাবুর Channel Copyright Disabled আর দিশরীর সব Content এখন কপিরাইট এ গেছে ??)

আপনার কাছে একটা অনুরোধ আমাদের এই প্রিয় প্লাটফর্ম এ অনেক সাধারণ ইউজার আসে শিখতে, আপনার এইসব ভূলভাল মন্তব্য করা দেখে অনেকেই কিছু শিখতে পারে না, আপনি নিজেও কিছু করার ক্ষমতা রাখেন না আর অন্য কেউ কিছু শিখতে দেন না, আমার ট্রিকবিডির ভাইরা কোনো দোষ করিনি তাদের ও শিখার মনোভবটা নষ্ট করবেন না আপনি একজন Author আপনি কিছু বলার আগে ভেবে বলবেন।

সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য আশা করছি সকলে-কে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন আজকের মতো বিদয় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ TrickPriyo.com

Exit mobile version