Site icon Trickbd.com

৬০ দিন আগেই পরিবর্তন করুন ফেসবুক আইডির নাম

Unnamed

যে কোন সময় সেটা শুধরে নিন। তবে মনে রাখবেন, আপনার নাম যেন ভেরিফিকেশন করা যায়।

ধাপ ১। https://www.facebook.com/help/contact/561627100638621
– এ লিঙ্ক এ ক্লিক করুন।
ধাপ ২। যে পেইজটি ওপেন হল, সেখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখুন।
সতর্কতা ঃঅবশ্যই আপনার যে নাম টি ব্যবহার করবেন তা ভেরিফাই করা নিশ্ছিত করুন।
ধাপ ৩। নাম পরিবর্তন এর কারন উল্ল্যেখ করুন।
ধাপ ৪। আপনার ফটো আইডি, যাতে আপনার আবেদন করা নাম উল্ল্যেখ আছে, সেটি আপলোড করুন। যে সকল আইডি ফেইসবুক আমলে নিবে সেগুলো এই পেইজে ই দেওয়া আছে।
ধাপ ৫। সেন্ড বাঁটন চাপুন।
ধাপ ৬। অপেক্ষা করুন, ফেইসবুক আপনার সাথে যোগাযোগ করবে খুব শিগ্রই। ফেইসবুক যদি মনে করে আপনি যে ফটো আইডি শেয়ার করেছেন তা প্রমান করে আপনি আপনার আবেদন করা নাম টি পেতে পারেন, তাহলে আপনি সফল।
আমি আমার প্রফাইলের নাম একইভাবে ই পরিবর্তন করেছি। আপনি ও সফল হবেন ইনশাল্লাহ!
এই টিউনটি আমার প্রথম টিউন, আপনাদের মতামত, পরামর্শ, উপদেশ জানান। আর যদি লেখা টি ভাল লাগে ও কাজে লাগে তাহলে প্লিজ লাইক করুন
Exit mobile version