ফেসবুক ব্যাবহারকারিরা একটা বিষয়
সম্ভবত খেয়াল করে দেখেছেন, যখন
মোবাইলে থেকে ফেসবুকে কাউকে
ম্যাসেজ দেই, অপর প্রান্তে রিসিভার
দেখতে পান – Sent from mobile , অর্থাৎ
ম্যাসেজটা মোবাইল থেকে সেন্ট
করা হয়েছে।
একই ম্যাসেজ যদি পিসিত মজিলা
ফায়ারফক্স কিংবা ফায়ারফক্স বেইসড
ব্রাউসার গুলো দিয়ে পাঠাই , তখন
গুগল ক্রোম থেকে দেখায় Sent From Web.
ম্যাসেঞ্জার এপ্লিকেশন কিংবা Massenger.com
থেকে ফেসবুকে কাউকে
ম্যাসেজ দিলে লেখা আসে Sent from
massenger.
আমি দেখাবো কিভাবে মোবাইল
থেকেই কাউকে ম্যাসেজ দেওয়ার পর
আপনার বন্ধু দেখবে আপনার ম্যাসেজটি
Web থেকে সেন্ট করা হয়েছে।
সোজা ভাষায় আমরা যদি ফেসবুকের ওয়েব ভার্ষনে মোবাইল দিয়ে ঢুকে কাউকে ম্যাসেজ দেই, সে Sent from web লেখাটা দেখতে পাবে। ফেসবুকের ওয়েব ভার্ষনে ঢুকার জন্য আমাদের অবশ্যই একটা ব্রাউসার আবশ্যক। অপেরা মিনিটা বাদ দিয়ে আপনারা এন্ড্রয়েডের জন্য মজিলা ফায়ারফক্স http://www.apk4fun.com/apk/915
ইউসি ব্রাউসার http://www.apk4fun.com/apk/1158 ইন্সটল দিয়ে এড্রেস বারে লেখুন fb.com/home.php? ব্যাস, পিসি ভার্ষনে চলে যাবে। এবার কম্পিউটারের যাবতীয় কাজ মোবাইল থেকেই করা যাবে। কিছুটা নিচের মত দেখায়
Untitled-1
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে Web থেকে ম্যাসেজ পাঠাবেন। খালি ম্যাসেজ আইকনে ক্লিক করে চ্যাট শুরু করুন। অবশ্য এগুলা ব্রাউসারে মেগাবাইট কাটে প্রচুর + ওয়েব ভার্ষন লোড হতে প্রচুর সময় নেয়। তাছাড়া যাদের ফোনে Ram কম, তাদেরটা ব্যাপক স্লো হয়ে যায়। এর থেকে পরিত্রান পাওয়ার উপায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট আনসাপোর্টেড হালকা কোন ব্রাউসার ব্যাবহার করা।
দেখতে ওয়েবপেইজের মত না হলেও আসলে Web থেকে ম্যাসেজ পাঠানোর জন্য এভাবে চালিয়েই মজা।