♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টেরর বিষয়ঃ

উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে দেখাব আপনারা কি ভাবে messenger এ ডিলিট করে দেয়া বা রিমুভ করে দেয়া ম্যাসেজ কিভাবে দেখবেন।মনে করেন আপনার কোন পরিচিত কেউ আপনাকে কোন একটা ম্যাসেজ দিয়ে সাথে সাথে ডিলিট করে দিল এখন আপনি সেটা দেখে খুবই চিন্তিত যে কি ম্যাসেজ লিখছে বা লিখতে পারে যদি দেখতে পারতাম।ডিলিট করে দেয়া ম্যাসেজটি দেখার জন্য আপনার মন ছটপট করতেছে কিন্তু আপনার হাতে ট্রিক নেই কিভাবে দেখবেন।তো নো চিন্তা আমি আজকে দেখাব কিভাবে ওই ডিলিট করে দেয়া ম্যাসেজ গুলা দেখবেন।তো চলুন বেশি কথা না বলে মূল কাজে আসা যাক।

পোস্ট না বুঝলে নিচের ভিডিও টা দেখতে পারেন,


https://youtu.be/pRS7Kz5R2lA

আপনারা ডিলিট করা ম্যাসেজ গুলো দেখতে পারবেন তখন থেকেই যখন থেকে একটি অ্যাপ ডাউনলোড করে সেটি সেটিংস করে রাখবেন।প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন


তারপর অ্যাপটি ওপেন করুন,এবং দেখানো জায়গায় ক্লিক করে টিক চিহ্ন দিয়ে continue লেখার উপর ক্লিক করুন।

তারপর একটা পেজ আসবে সেখানে Enable Permission লেখার উপর ক্লিক করুন।

তারপর পারমিশন দিয়ে দিন।

তারপর Continue লেখায় ক্লিক করুন।

আবার ENABLE PERMISSION লেখায় ক্লিক করুন।

তারপর Allow যতবার চাবে দিয়ে দিন।

তারপর একটা পেজ আসবে সেখানে Messenger সিলেক্ট করে নিচে continue লেখার উপর ক্লিক করে দিন।

তারপর কাজ শেষ এখন থেকে যে কেউ ম্যাসেজ দিয়ে সাথে সাথে ডিলিট করলেও আপনারা ওই অ্যাপে গিয়ে দেখতে পারবেন যে সে কি ম্যাসেজ দিয়ে ডিলিট করে দিয়েছে।নিচে প্রুফ দেয়া হলো

পোস্টটি বুঝতে না পারলে প্রথমে ভিডিও লিংক দেয়া আছে দেখে নিন।

?আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক বা অ্যাপ রিভিউ নিয়ে ভিডিও সবার পেতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করে চ্যানেলটি subscribe করুন।


please subscribe my Channel

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥আল্লাহ হাফেজ♥♥

14 thoughts on "Messenger এর ডিলিট বা রিমুভ করে দেয়া ম্যাসেজ গুলো দেখবেন কিভাবে,দেখে নিন না দেখলে মিস।"

    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই?
  1. MD_Tuofiq Contributor says:
    টুটি ছিরমু কাছে পাইলে
    1. Avatar photo A M Contributor says:
      হহহ
    2. Avatar photo MD Mizan Author Post Creator says:
      মিয়া হুশ করে কথা বলেন
      কিক মেরে ট্রিকবিডি বাহির করে দিব।
      আপনার সমস্যা সেটা না বলে নিজের বংশের পরিচয় দিলেন।
  2. Avatar photo A M Contributor says:
    remove kora hoiche koto gulo r delhachhe 2ta 🙂
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      মিয়া এত আবুল কেন আপনি,
      ভিডিও মেক করছি,আমি নিজে ট্রাই করছি।
    2. Avatar photo A M Contributor says:
      bala
  3. JonyKar2 Contributor says:
    কি টাইটেল আর কি আবুল পোস্ট| টাইটেল দেখে তো ভাবছিলাম হয়তো রিমুভ করা মেসেজগুলো আমিও দেখতে পারবো| haha ? | যদি ডিভাইসে ডাটা কানেকশন অফ থাকে আর তখন কেউ মেসেজ করে ডিলিট করে দেয় তখন কই থেকে দেখব| তাছাড়া অযথাই এইখানে সবার মেসেজগুলো জমা হতে থাকবে| কেউ কখন কবে কি মেসেজ ডিলিট করবে তার জন্য এখানে মেসেজ স্টোর করতে থাকবো| আপনি পোষ্ট করছেন ঠিক আছে কিন্তু কন্ডিশন এপ্লাই অথবা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন প্রয়োজন এই কথাগুলো না দেখলে পুরাই লস এই ফালতু কথার জায়গায় লিখলে ভাল হত|
  4. Avatar photo Humayun Contributor says:
    Awesome post. Work it. Superb Thanks
  5. Avatar photo Humayun Contributor says:
    শুধু টেক্সট দেখা যায়। পিক দেখা যায় না
  6. Avatar photo Md Mehedi Hasan Author says:
    pic dekhar way nai?
  7. Avatar photo Horror Boy Contributor says:
    আরেকটা সহজ পথ আছে,,,সেটা হল আপনার Information Download করে সেটা করলে,,,আইডি যেদিন খুলা হয়েছে অইদিন থেকে সব পাওয়া যাবে।।।Pic থেকে শুরু করে সব কিছু।।
  8. Avatar photo মাহিন Contributor says:
    app tar rating to onek kom..comment o negative..accha tobu o try korci…

Leave a Reply