Site icon Trickbd.com

কিভাবে আপনি আপনার hacked ফেইসবুক আইডি পুনরুদ্ধার করবেন?[Recover Hacked facebook ID]

কিভাবে আপনি আপনার hacked ফেইসবুক আইডি পুনরুদ্ধার করবেন?
– ফেসবুক একাউন্ট হ্যাক করে আপনাকে খুব সহজেই বিপদে ফেলতে পারে হ্যাকাররা। তাই খুব দ্রুত সম্ভব আপনি নিজেই আপনার ফেইসবুক আইডিটি পুনরুদ্ধার করতে পারেন নিম্নোক্ত কয়েকটি সহজ ধাপের মাধ্যমে।

১) প্রথমেই এই লিঙ্কে যান
http://www.facebook.com/hacked

 


২) একটি পেজ আসবে, এখান থেকে “My account is compromised” এই বাটনে ক্লিক করুন।

৩) হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাইবে এখানে। উল্লেখ করা ৩ টি অপশনের যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ ক্লিক করুন-



৪) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্টটিই দেখাবে এখানে

৫) এখন “This is My Account” এ ক্লিক করুন।
৬) ক্লিক করার পর আপনার পুরাতন পাসওয়ার্ডটি চাইবে।

এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন।
আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্মগুলো পূরন করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন!

তাহলে আশাকরি post  আপনাদের পছন্দ হবে । ভাল লাগলে পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কোন রকম সমস্যা হলে নিচের কমেন্ট করুন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 

My Website

Exit mobile version