Site icon Trickbd.com

ম্যাসেঞ্জার থেকে মূল অ্যাপে আসছে ইনস্ট্যান্ট গেইম

অনেকেই ফেইসবুকের ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট গেইম খেলতে পছন্দ করেন। তাই এতদিন অ্যাপটিতে গেইম রাখার ব্যবস্থা করেছিল ফেইসবুক।

এবার সেই ইনস্ট্যান্ট গেইম ফেইসবুকের মূল অ্যাপে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের মূল অ্যাপে গেইম ট্যাবে ওই ইনস্ট্যান্ট গেইমগুলো অ্যাড করবে সামাজিক মাধ্যম জায়ান্টটি।

ফেইসবুকের গেইম পার্টনারের গ্লোবাল ডিরেক্টর লিও ওলেবি এক ব্লগ পোস্টে জানান,  ফেইসবুকেই একটি ইনস্ট্যান্ট গেইমিং অভিজ্ঞতা দিতে একটি কেন্দ্র করার দিকে নজর দেয়া হয়েছে। ম্যাসেঞ্জার খুব হালকা অবস্থায় থাকলে ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পান। আর যেহেতু ম্যাসেঞ্জার অনেকে সময় খুব দ্রুত পরিবর্তন হয়, তাই ইনস্ট্যান্ট গেইমগুলো ফেইসবুকের মূল অ্যাপে আনা হচ্ছে।

২০১৬ সালে ফেইসবুক ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট গেইম হিসেবে প্যাক-ম্যান এবং ওয়ার্ডস উইদ ফ্রেন্ডস ফ্র্যাঞ্জির পরিচয় করে দেয়।

প্লাটফর্মটিতে আরও বেশি পরিমাণ ব্যবহারকারী পেতে এমন কাজ করেছে ফেইসবুক।

ওলেবি বলেন, ম্যাসেঞ্জার আরও বেশি স্মুথ করতে এটি করা হচ্ছে। এখন কোন ব্যবহারকারী যদি সরাসরি ম্যাসেঞ্জারে গেইম খেলতে শুরু করেন তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুকের মূল অ্যাপে সুইচ করে দেবে।

এই পরিবর্তন প্রক্রিয়ায় সামাজিক মাধ্যমটি তার ডেভেলপার এবং প্লেয়ারদের খুব ‘স্বাস্থ্যকর’ একটা প্লাটফর্ম উপহার দেবে বলে জানিয়েছে।

অবশ্য বিষয়টি খেলোয়াড়দের জানাবে ফেইসবুক। সেটা টাইমলাইনেই জানিয়ে দেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম জায়ান্টটি।

ফেছবুকে আমি