আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আমাদের অনেকের ফেসবুকে অনেক অনেক ফ্রেন্ডস থাকার পরও পোষ্টে যথেষ্ঠ লাইক/কমেন্ট আসেনা।
অথবা দেখা যায় অনেকের আইডি ডিজেবলও হয়ে আছে।
তো, আপনারা চাইলেই এই ইন-একটিভ ফ্রেন্ড দের আইডি থেকে রিমুভ অথবা আন-ফ্রেন্ড করে ফেলতে পারেন।
তাও আবার মাত্র এক ক্লিকে এবং আপনার সাধের এন্ড্রয়েডে দিয়েই।
চাইলে বাছাই করে কিছু রেখেও দিতে পারবেন।
Here, I gonna show you, How to unfriend/remove inactive friends from facebook injust one click with Android.
তো, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি।
প্রথমে আপনার লাগবে Yandex Browser.
এটা প্লেস্টোরে পেয়ে যাবেন।
আর লাগবে একটা extension.
Extension টা এখান থেকে ডাউনলোড করে Yandex browser এর সাথে অ্যাড করে নিন।
Paassword for extension: youtube.com/sayemkhan
আর যারা এক্সটেনশন ইমপোর্ট/এড করতে জানেন না তারা এখানে ক্লিক করুন।
আপডেট:➤➤➤ অনেকের নিচের মত একটা সমস্যা হচ্ছে।
এটা আপনাদের ছোট একটা ভুলের জন্য। যাইহোক,
যাদের এমন হচ্ছে তারা এই লিনকে ক্লিক করলে ফেসবুকের ভিডিওটি দেখতে পাবেন।
আশা করছি আর কোন সমস্যা হবেনা।
এরপর শুরু করুন➤➤➤
1. Yandex Browser ওপেন করে ফেসবুকে চলে যান।
তারপর মেনুবারে ক্লিক করুন।
2. এক্সটেনশন এ ক্লিক করুন।
3. ছবি দেখে কাজ করুন।
4. এবার ছবি দেখে কাজ করুন।
5. ছবি দেখে কাজ করুন।
6.
এখানে Reaction এর ঘরে 0 বসিয়ে keyboard এ go তে ক্লিক করুন। এখানে 0 মানে হলো যারা আপনার পোষ্টে 0 টি লাইক দিয়েছে মানে একটাও লাইক/রিএক্ট দেয়নি।
এরপর পাশের বক্সে all সিলেক্ট করে দেন।
যাদের রাখতে চান তাদের টিক মার্ক উঠিয়ে দেন।
7. এখানে আরো দুইটা স্ক্রিনশট দিতাম। কিন্তু সার্ভার ঝামেলার জন্য আপলোড দিতে পারছিনা।
সমস্যা নাই। আপনারা Bye Bye এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এবার দেখুন উপরে ডান পাশের কর্নারে লিষ্ট দেখাচ্ছে কার কার আইডি রিমুভ হচ্ছে।
That’s all……
সম্পুর্ন কাজটি ব্রাউজারের ডেস্কটপ মোডে করুন।
আমি স্ক্রিনশট নেয়ার খাতিরে মোবাইল মোডে করেছি।
পুরো প্রসেসটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন।
এবার চলুন, ২/৩ টা গ্রুপ হ্যাক করে ফেলি।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।
ভালো লাগলে আমার চেনেলে ঘুরে আসতে পারেন।
আমি কাল/পরশুই ফেসবুক গ্রুপ হ্যাক নিয়ে পোষ্ট দিবো। সেই পর্যন্ত ভালো থাকুন।
নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন।
ফেসবুকে আমি
ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।