কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনারা যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার বা ইমেইল ছাড়া লগিন করতে পারবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে।
➥ অনেক মানুষ আছে যারা তাদের নিজের ফেসবুক আইডি এর নাম্বার বা ইমেইল ভূলে যার বা সঠিক নাম্বার বা ইমেইল স্থির করতে পারছে না, তাদের জন্য আমি আজ নিয়ে এলাম এই পোস্ট।
?আর অনেকে ভাবছেন যে এটা কি করে সম্ভব?
?আর উত্তর হল হ্যাঁ সম্ভব । এর জন্য এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন তাহলে অবশ্য এটা করতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজ এ চলে যাইঃ
✿ কাজের ধাপঃ
➥ ধাপঃ-(১): প্রথমে আপনাকে আপনার মোবাইল অথবা পিসিতে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
➥ ধাপঃ-(২): এবার ব্রাউজার এ গিয়ে ফেসবুক এ যান। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগিন করুন।
➥ ধাপঃ-(৩): এখন আপনি নাম্বার বা ইমেইল ছাড়া যে অ্যাকাউন্ট লগিন করতে চান সেজন্য যেকোনো একটি আইডি সিলেক্ট করুন অথবা আপনের নিজের অ্যাকাউন্ট ।
➥ ধাপঃ-(৪): আমি এটার জন্য আমার নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এর জন্য সিলেক্ট করা অ্যাকাউন্ট এর প্রোফাইল এ যান।
➥ ধাপঃ-(৫): তারপর আপনি এড্রেসবার এ ক্লিক করুন। এবং আপনার প্রোফাইল লিঙ্কটি কপি করুন ।
➥ ধাপঃ-(৬): এরপর আপনাকে অন্য একটি সাইট এ যেতে হবে? সাইটে যেতে ক্লিক এখানে ।
➥ ধাপঃ-(৭): এখন আপনার অ্যাকাউন্ট এর প্রোফাইল লিঙ্ক বা কপি করা লিঙ্ক নিচের পিকচার এর মত দেন। এবং Find Facebook ID → তে ক্লিক করুন।
➥ ধাপঃ-(৮): তারপর দেখবেন কিছু লোড হওয়ার পর Success! লিখা একটি পেজ আসবে। তখন নিচে দেখবেন
Your Facebook personal numeric ID is:
10001767583****
এই রকম একটি আইডি দেওয়া আছে।
➥ ধাপঃ-(৯): এখন নিচে Copy to clipboard ক্লিক করে অথবা আপনে যেকোনো ভাবে এই নুম্বেরগুলো কপি করুন।
➥ ধাপঃ-(৯): এখন আপনের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করুন।
➥ ধাপঃ-(১০): অতঃপর Email or Phone এর জায়গায় আপনি কপি করা ঐ আইডিটা দেন। এবং Password এ আপনার ফেসবুক এর Password দেন। তারপর লগিন এ ক্লিক করুন।
➥ ধাপঃ-(১০): কাজ শেষ তারপর আপনার অ্যাকাউন্ট লগিন হয়ে যাবে।
➥এখন আপনে আপনের নাম্বার বা প্রোফাইল এ যেকোনো কিছু করতে পারবে।
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
ধন্যবাদ সবাইকে…