Facebook তে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান।
আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পোস্ট এ Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবে।
➥এটা অনেকেরই জানা। তবে যারা যানেন না আশা করি তাদের কাজে আসবে। ফেসবুকে বড় পোষ্টগুলোতে সাধারনত Continue Reading লেখাটা আসে। তবে বর্তমানে ফেসবুকের কিছু পোষ্টে Continue Reading লেখার উপর ক্লিক করলে অন্য একটি পেজে চলে যায়। আজ আপনাদের সাথে Share করবো কিভাবে Continue Reading এর ভিতর Link দেওয়া হয়।
✿যা যা প্রয়োজনঃ
(১) যে Page বা Group এর Link দিবেন, সেই পেজের কোড।
(২) আপনার পেজের নামের ভিতরের যে কোনো একটি শব্দ।
☞ Continue Reading এর মধ্যে অন্য পেজ বা গ্রুপের লিংক দেবার দুইটা সুত্রই অনুসরণ করতে হবে।
সূত্রঃ- (১): @=[Page Code : Half Page Name]
সূত্রঃ- (২): @@=[0:[Page Code :1: Continue Reading]]
উদাহরণস্ববরুপঃ
মনে করুন, আপনার গ্রুপের নামঃ
* Android মিডনাইট
* Group কোডঃ 1656466141273991
❇ কাজের ধাপঃ
➥ ধাপঃ- (১) প্রথমে আপনার ইচ্ছেমতো লিখুন। তারপর প্রথম সূত্রটি লিখুন।
উদারহরনস্বরুপঃ @=[1656466141273991:Android]
➥ ধাপঃ- (২) এবার আবার আপনার ইচ্ছেমতো কিছুটা লিখে, দ্বিতীয় সূত্রটি লিখুন।
উদাহরনস্বরুপঃ
➥ ধাপঃ- (৩) এবার পোষ্ট করার আগে (=) চিহ্ন গুলো Remove
করতে হবে এবং সূত্রের মাঝে কোন Space বা ফাঁকা রাখা যাবে না।
➥ ধাপঃ- (৪) কাজ শেষ, এবার পোষ্ট করুন। সবকিছু সঠিকভাবে করতে পারেলে দেখবেন কাজ হয়েছে।
এবার আমি সম্পূর্ণটি উদাহরনস্বরুপ দেখিয়ে দিচ্ছি।
➥ Banglalink আবার ও ফ্রি ইন্টারনেট। তবে শুধু @=[1656466141273991:মিডনাইট] ব্যবহারকারীদের জন্য। তাহলে চলুন কাজের কথায় আসি। এর জন্য প্রথমে নিচের মতো একটি Apn তৈরি করে নিন।
➥ Name : BP
Apn : Internet @@=[0:[1656466141273991:1:Continue Reading]]
সবকিছু সঠিকভাবে পারলে নিচের মতো দেখাবেঃ
➥ Banglalink আবার ও ফ্রি ইন্টারনেট। তবে শুধু মিডনাইট ব্যবহারকারীদের জন্য। তাহলে চলুন কাজের কথায় আসি। এর জন্য প্রথমে নিচের মতো একটি Apn তৈরি করে নিন।
➥ Name : BP
Apn : Internet Continue Reading
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
➥আমার অনন্য পোস্টঃ
>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?
> [জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?
> [দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !
> [?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !
> [Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!
>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !
>[NEW] Zorex-Movie Blogger Premium Template !
>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !
>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !
>[NEW] ওটিজি বা OTG কি কিভাবে OTG ব্যবহার করবেন !!!
>[HOT] Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল !!!
ধন্যবাদ সবাইকে…
17 thoughts on "[?HOT POST] Facebook কে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম।"