আ
সসালামু আলাইকুমআশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভাল আছি ?
তাহলে
আজকের টিউন শুরু করা যাক ?আজকে, যে টিউন টি নিয়ে লিখতে যাচ্ছি তা খুবই ভালো হতে যাচ্ছে । ট্রিকবিডি হিস্টোরি খুজে দেখলাম ৬০ দিনের আগে নাম পরিবর্তন নিয়ে কিছু পোস্ট আছে কিন্তু সেগুলো তে পরিবর্তন হতেও ২৪-৭২ ঘন্টা সময় লাগে আবার অনেক ক্ষেত্রে হয় ও না ? তো আজ আমি যে ট্রিক শেখাবো তা অন্যগুলোর মতোই কিন্তু নতুন একটা ট্রিক দিয়ে যার ফলে ২৪-৭২ ঘন্টা নয় মাত্র ১০ মিনিটে আপনার নাম পরিবর্তন করতে পারবেন তাও যতবার খুশি ততবার । তো চলুন শুরু করি আজকের মেগা টিউন ?? ?
প্রথমে
দেখিয়ে নেই যে আমার নাম আজকে পরিবর্তন করেছি । অবশ্য তা আপনাদের দেখানোর জন্যই পরিবর্তন করেছি । স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ৩ অক্টোবর মানে আজকেই পরিবর্তন করা এবং পরের ৬০ দিনের আগে আমি পরিবর্তন করতে পারবো না ?এখন
নাম চেঞ্জ প্রক্রিয়া শুরু করার আগে ছোট্ট একটু কাজ করে নেই । আপনার প্রোফাইলে চলে যান । প্রোফাইলে ঢুকলে এমন একটি আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুনএইখানে না পারলে যেকোন ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করুন । তারপর প্রোফাইলে ABOUT অপশন থেকে SET NICKNAME এ চলে যান তাহলেই হবে
★২★ মোটকথা,, আপনার একটা নিকনেইম সেট করতে হবে । এখন নিকনেইম সেট অপশনে চলে আসলে প্রশ্ন আসে কি নিকনেইম দিবেন । এটাই ট্রিক যে আপনি নাম পালটিয়ে যে নতুন নামটি দিতে চান আপনার আইডিতে সেটাই এইখানে নিকনেইম দিবেন । যেমন আমি MH Mahedi Hasan থেকে Mahedi Hasan দিবো আইডির নাম । তাই নিকনেইম এর ১ম বক্সে Mahedi ও শেষ বক্সে Hasan দিয়ে দিলাম
★৩★ Shown At The Top Of The Profile এ অবশ্যই টিক চিন্হ দিয়ে দিবেন এবং তারপর সেইভ করে দিবেন যেমন দেখুন আমার হয়ে গেছে । তাই আইডির নামের পাশে এই নিকনেম ও দেখাচ্ছে । প্রসেস গুলো ঠিকভাবে করবেন প্লিজ
★৪★ এবার আপনাদের নেইম চেঞ্জ রিকুয়েস্ট দিতে হবে
আপনাদের জন্য সরাসরি লিংক দিয়ে দিচ্ছি । আর কেউ যদি চান নিজে ঢুকবেন তাহলে প্রথমে সেটিং এ যাবেন > পারসোনাল ইনফরমেশন > নেইম > if you still having…….. এইখানে গেলেই পেয়ে যাবেন
লিংক
ক্লিক করুন★৫★ লিংকে গেলে এমন একটি পেজ আসবে । প্রথম ও শেষ বক্সে আপনার নিকনেইম অনুযায়ী বক্স পূরণ করে দিন
★৬★ তারপর একটু নিচের দিকে যান । দুইটা অপশন দেখবেন । তার মাঝে Reason For This Change এর Pick One এ ক্লিক করুন
★ তারপর এমন কতগুলো অপশন পাবেন । আমরা সবাই জানি এইখানে LEGAL NAME CHANGE সিলেক্ট করে দিবো
★৭★ তারপর YOUR DOCCUMENTS এ ক্লিক করে আপনার বর্তমান প্রফাইল পিকচার টা দিয়ে দিন । সেটা আপনার না হলেও সমস্যা নেই । যেমন আমি মেসির ছবিটাই আপলোড করেছি । সবশেষে নিচের SEND বাটনে ক্লিক করে দিন
★৮★ প্রুফ দেখে নিন ?? আমি ০৭.০১ যখন বাজে তখন সাবমিট করেছি এবং ০৭.১১ যখন বাজে তখন সাপোর্ট বক্সে মেইল চলে এসেছে যে তারা আমার নাম চেঞ্জ করে দিয়েছে ?
প্রোফাইলেও প্রুফ ?
যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। নিজে ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন , আল্লাহ হাফেজ
SUBSCRIBE On YouTube ? ক্লিক করুন