Site icon Trickbd.com

যে কারনে বন্ধ হয়ে যেতে পারে অটোলাইক ওয়েবসাইট!

যে কারনে বন্ধ হয়ে যেতে পারে অটোলাইক ওয়েবসাইট!টাইটেল দেখে চমকে উঠলেন?ঠিক এমনটাই হবে বলে ধারনা করা হচ্ছে।

ফেসবুকে ফেমাস হওয়ার জন্য অটোলাইক ছিলো অন্যতম মাধ্যম।হয়ত অটোলাইক নেয়ার কারনে আপনার লাতু বন্ধু বলেছিলো,কিরে বন্ধু তুই কিভাবে ফেসবুক ফেমাস হলি?

কিন্তু দুঃখের বিষয় যে,আপনার এই প্রিয় সার্ভিসটি বন্ধ হয়ে যেতে পারে।সম্প্রতি ফেসবুক একটি উদ্যোগ নিয়েছে।সেটি হলো কেউ কারো লাইক দেখতে পারবে না তবে নিজের পিকচার/স্টাটাসে কত লাইক পড়েছে তা নিজে দেখতে পারবে।অস্ট্রেলিয়ায় ফেসবুক তাদের মালিকানাধীন ইনস্টাগ্রামে এই পরীক্ষাটি চালিয়েছে এবং ইতিবাচক ফলও পেয়েছে।তারা বলেছে যে,এ পদ্ধতি তারা ফেসবুকেও আনতে পারে।

প্রথম আলো থেকে আরো জানুন:ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ

কোনো গ্রাহক অটোলাইক নেয় মূলত অন্যকে লাইক দেখানোর জন্য কিন্তু নিজে ছাড়া অন্য কেউ যদি লাইক নাই দেখতে পারে তাহলে অটোলাইক নিয়ে লাভ কি?

তাই বলা যায়,অটোলাইক সাইটগুলো অকার্যকর হয়ে পড়ার কারনে একসময় এ সাইটগুলো বন্ধ হতে বাধ্য হবে।প্রিয় পাঠক,এ বিষয়ে আপনার কি মন্তব্য?কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না অবশ্যই!

যার অটোলাইক কি জানেন না বা নিতে পারেন না তারা নিচের লিংক এ ক্লিক করে দেখে নিতে পারেন।

অটো লাইক কি?কি ভাবে ফেসবুকে অটো লাইক পাওয়া যায়