আমরা সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করি।
আর এখন একটা বাচ্চাকেও যদি বলা হয় যে, বলতো ফেসবুক কি? “
সে বলে দিতে পারবে।
কারণ ফেসবুক এখন ৬বছর বাচ্চা থেকে ৬০ বছর বৃদ্ধ ও ব্যবহার করে।
আমার মনে হয় বর্তমান যুগের মানুষ এখন সবচেয়ে ফেসবুক নিয়ে বেশি পড়ে থাকে।
তো এখন কথা যেটা সেইটা হলো ফেসবুক শুধু একজন আরেকজনার সাথে চ্যাট করাকেই কিন্ত বোঝায় না।
চ্যাট ছাড়াও ফেসবুক আরো অনেক গুলো ফিউচারস আছে।
তা আমার চেয়ে আপনারা ভালো জানেন
আজকে আমি আলোচনা করব ফেসবুক পেজের মেসেজ সিস্টেম নিয়ে!
ফেসবুক পেজ সকলের জন্য নয়!
এটা তৈরী করা হয়েছে বিখ্যাত কিছু মানুষ,বাড়ি,প্রতিষ্ঠান, ইত্যাদি বড় কোনো জিনিস এর জন্য।
মনে করেন আপনি একজন ইউটিউবার অন্যান্য ইউটিউবারের থেকে আপনার ফ্যান অনেক বেশি।
এখন এরকম হলে ফেসবুক পেজ আপনি খুলবেন!
আসলে বর্তমানে আমি অনেককে দেখেছি যারা কোনো প্রকার বিখ্যাত না তবু তাদের নিজের অফিসিয়াল ফ্যান পেজ খুলে রেখে দিয়েছে।
আবার সেসব পেজে লাইক ৫০০০০,৬০০০০ করে।
এগুলো ভাবা যায়?
সে যদি কোনো রকম বিখ্যাত মানুষ না হয়েই এতো লাইক কিভাবে পায়।
কি আর বলব এখন সব কিছুই হয়।
অটো লাইক নিয়েছে সে।
এখন এসব বাদ।
যাদের নিজেদের পেজ আছে।
সবসময় কেউই ফেসবুকে একটিভ থাকে না।
তো এমন সময় যদি কেউ আপনার পেজে মেসেজ দেই তাহলে কি করবেন?
আমি আজকে দেখাবো যে, কিভাবে ফেসবুক পেজে অটে মেসেজ সিস্টেম করবেন?
তাহলে চলুন শুরু করা যাকঃ
আমি ফেসবুক লাইট ওপেন করলাম।
আপনারা যা দিয়ে করতে চান করতে পারেন।
আপনারা যা দিয়ে করতে চান করতে পারেন।
এবার দেখানো মেনুতে ক্লিক করুন।
Page অপশনে ক্লিক করুন।
আপনার সব কয়টা পেজের লিস্ট আপনার সামনে চলে আসবে।
যেটাতে অটো মেসেজ সিস্টেম করতে চান সেটাই যান-
যেটাতে অটো মেসেজ সিস্টেম করতে চান সেটাই যান-
এবার দেখানো যায়গায় ক্লিক করুন।
তো এখন Edit settings লেখায় ক্লিক করুন।
এবার প্রথমে Instant Reply চুইচটি অন করে দিন।
এরপর… Edit you instant reply এ ক্লিক করুন।
এরপর… Edit you instant reply এ ক্লিক করুন।
কেউ যখন আপনার এই পেজে মেসেজ দিবে তখন রোবট কি রিপ্লাই দিবে তা দিন।
এরপর Save করুন।
এরপর Save করুন।
আমি এই টিউটোরিয়ালে দেখাতে আমার পেজেও সিস্টেমটা করলাম।
তো আসুন প্রমাণ দেখায় Message এ ক্লিক করলাম।
তো আসুন প্রমাণ দেখায় Message এ ক্লিক করলাম।
আমি শুধু মাত্র HI লিখে একটা মেসেজ করলাম সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে এলো আমার দেওয়া মেসেজটি!
আমার আজকের বিষয়টি পড়ে আপনার যদি অল্প একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যয় আমাদের সাইটটি ঘুরে আসবেন।
★★★TwiceBD.Com★★★
টুইচবিডি দিচ্ছে প্রতি পোস্টে ৫৳ টাকা!
মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ বিকাশ!
তাছাড়া থাকছে ১টি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ!