আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই টিউনের মাধ্যমে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি যেকোনো ছবি কে 3D ছবি বানিয়ে ফেসবুকে আপলোড দিতে পারবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন দেখি কিভাবে একটি JPG ছবিকে 3D তে রূপান্তর করে ফেসবুকে আপলোড দেওয়া যায়।
প্রথমে এই লিঙ্কে Omnivirt প্রবেশ করুন
এবার ছবির মত একটি ওয়েবসাইট আসবে BROWSE অপশনে ক্লিক করে একটি ছবি আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে সিলেক্ট করুন
এখন ScreenShoot এর মত BROWSE OR PREDICT অপশন পাবেন PREDICT এ চাপ দিন
এখন উপরের ছবির মত আসবে। ছবির একেবারে নিচে দেখেন Hide This Box লেখা আছে সেটা তে চাপ দিন এবং PREDICT কমপ্লিট হওয়ার জন্যে অপেক্ষা করুন।
PREDICT হয়ে গেলে এবার নিচে দিকে দেখেন DOWNLOAD 3D PHOTO ASSETS অপশন রয়েছে সেখানে ক্লিক করুন এবার ZIP ফাইলটা ডাউনলোড হবে
এখন ডাউনলোড করা ZIP ফাইলটা UNZIP করলে ২ টা ছবি পাবেন “image.jpg” এবং “image_depth.jpg” নামে এবার এই ২টি ছবি একসাথে ফেসবুকে আপলোড দিন দেখবেন স্বয়ংক্রিয় ভাবে 3D ছবি হয়ে যাচ্ছে।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…